শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি (Naxalbari) এলাকায় প্রতিদিনই হাতির পাল খাবারের সন্ধানে বিভিন্ন এলাকায় যায়। মাঝেমধ্যে জাতীয় সড়ক রেললাইনের ওপর হাতির (Elephant) পালকে পারাপার করতে দেখা যায়। এর জেরে অনেক হাতির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। একই ভাবে বুধবার কিরণচন্দ্র চা-বাগানের (Tea Garden) ভেতর দিয়ে হাতির দলের জঙ্গলে ফিরে যাওয়ার চিত্র ধরা পরল। জানা যায় প্রায় প্রত্যেক বছর এই সময় জঙ্গল থেকে শয়ে শয়ে হাতি খাবার সন্ধানে লোকালয় বেরিয়ে আসে। রাতের অন্ধকারে এবং সূর্যোদয়ের পরে হাতির দল পুনরায় জঙ্গলে ফিরে যায় ।