মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির ফলে আজ বুধবার কার্সিয়াংয়ে জমিয়ে ঠান্ডা পড়ল। পর্যটক এবং স্থানীয়দের মতে আজ কার্শিয়াঙে দার্জিলিং-এর থেকেও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। বেশকিছু জায়গায় আগুন পোহানোর ছবিও দেখা গেল। পাশাপাশি ভিড় জমেছে গরম জামা-কাপড়ের দোকানেও। স্থানীয়দের আশা বহু বছর পর এ বার কার্শিয়াঙে তুষারপাত হবে।