সোমবার থেকে চারদিনের উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শুরুতেই সোমবার মালবাজারে মৃতদের পরিবারের বাড়িতে যান। এরপরই মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে হড়পা বানে উদ্ধারকারীদের সিভিক পুলিশে চাকরি দেন। প্রত্যককে সাহসিকতার জন্য পুরস্কৃত করেন। প্রত্যেককে এক লক্ষ টাকার চেক দেন। যদিও এদের মধ্যে দুজন চাকরি নেন নি। তারা নিজেদের কাজই করতে চান। এতে খুশি মুখ্যমন্ত্রী। হড়পা বানে মৃত ও আহতদের পরিবারগুলিকেও প্রশাসনিক বৈঠকে ডাকা হয়। আগেই মালবাজারের দুর্ঘটনার পরে মৃতদের পরিবারকে দু’লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে টাকা ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য।