'রামপুরহাটের ঘটনা লজ্জায় আমাদের মাথা নত করে দিয়েছে। রাজ্যের উচিৎ এই ঘটনা থেকে নিজেকে না বাঁচিয়ে শিক্ষা নেওয়া। এটা খুব সহজ রাজ্যপালের বিরুদ্ধে ঢিল ছুড়ে অভিযোগ করা।' শিলিগুড়ি থেকে দিল্লি ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যকে এমনভাবেই কড়া ভাষায় আক্রমণ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।