পর্যটক টানতে দার্জিলিয়ে ভাড়া কমিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী টয়ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত নতুন এসি ও ফার্স্ট ক্লাস কোচ সার্ভিসের যাত্রার সূচনা করে উত্তরপূর্ব সীমান্ত রেলের ডি আর এম । সেইসঙ্গে পর্যটকদের আকর্ষণ বাড়াতে শুরু হয় সামার ফেষ্টিভ্যাল। সব মিলিয়ে পর্যটকদের আবার পাহাড়ে ফেরাতে নতুন ভুমিকায় DHR। উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ থাকে টয় ট্রেনে চেপে পাহাড়ের গা বেয়ে দার্জিলিং সফর করা। মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারনে পর্যটকের ইচ্ছে থাকলেও উপায় হয় না। তার ওপর ভাড়া বেশির কারণে অনেক সময় পর্যটকরা টয় ট্রেনের সফর না করে ফিরে যায়। তাই পর্যটকদের কথা মাথায় সামান্য ভাড়া কমিয়ে টয় ট্রেনের রোমাঞ্চকর সফরকে চাক্ষুষ করার সুযোগ করে দিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।