Advertisement

দক্ষিণবঙ্গ

PHOTOS: মাঝ সমুদ্রে বিকল ট্রলার, কোস্ট গার্ডের তৎপরতায় রক্ষা মৎস্যজীবীদের

তাপস ঘোষ
  • দিঘা,
  • 12 Sep 2021,
  • Updated 9:12 AM IST
  • 1/7

দিঘা উপকূল থেকে প্রায় ৭০কিলোমিটার দূরে পাখা ভেঙে বিকল হয়ে যায়  কাঁথির মৎস্যজীবীদের একটি ট্রলার।

  • 2/7

সেই ট্রলারে থাকা মৎস্যজীবীদের  উদ্ধার করল হলদিয়া উপকূলরক্ষী বাহিনী। 

  • 3/7

রবিবার  সকাল ৬টা নাগাদ ওই ট্রলার বিকল হয়ে যায়। ফলে  মাঝ সমুদ্রে আটকে পড়েন মৎস্যজীবীরা।
 

  • 4/7

 খবর পায় মৎস্য দফতরের অফিসারর ।তৎক্ষনাৎ হলদিয়া কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেন । জিপিএস লোকেশন, ট্রলারের নাম সহ যাবতীয়  তথ্য সরবরাহ করা হয় কোস্ট গার্ডকে।

  • 5/7

উপকূল রক্ষি বাহিনীর টহলরত জাহাজ সেখানে পৌঁছে ট্রলারটিকে বেঁধে নিয়ে আসছে। সঙ্গে থাকা ১১ জন মৎস্যজীবীকেও উদ্ধার করা হয়।
 

  • 6/7


সন্ধ্যায় হলদিয়ায় পৌঁছায় কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ। 

  • 7/7

পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা(মেরিন) সুরজিৎ বাগ বলেন, উপকূল রক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন সমুদ্র উত্তাল।সব ট্রলার লাইন দিয়ে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল।

Advertisement
Advertisement