সামনেই দোল (Dolyatra)। রঙের উৎসব। সেই উপলক্ষ্যে তাঁতের শাড়িতেও লেগেছে বসন্তের ছোঁয়া। শ্রীকৃষ্ণের ছেলেবেলা থেকে রাসলীলা, সবই ফুটে উঠেছে শাড়ি ও পাঞ্জাবিতে। (বিশ্বজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের রিপোর্ট)
নদীয়ার (Nadia) শান্তিপুরের নিশ্চিন্তপুর এলাকায় শিল্পী সোনা শর্মা শাড়িতে ফুটিয়ে তুলেছেন শ্রীকৃষ্ণের শৈশব থেকে বড় হয়ে ওঠার নানান কাহিনী।
শিল্পী বলেন, মূল মটকা শাড়ির দাম ৪ হাজার টাকার মতো। তার সঙ্গে পারিশ্রমিক আরও আড়াই হাজার টাকা। অর্থাৎ মোট দাম সাড়ে ছয় হাজার টাকা।
তবে শিল্পীর আশা আট দশ হাজার টাকার উপরে বিক্রি হবে শাড়িটি। যেহেতু শাড়িটি প্রদর্শনীতে রাখা হবে, তাই এর দাম ক্রেতাদের আগ্রহের উপর নির্ভর করবে।
সামনেই যেহেতু দোল, তাই শাড়ি ও পাঞ্জাবিতে সেই সংক্রান্ত ডিজাইন করছেন শিল্পী।