Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: খাটের নীচেই বিষধর চন্দ্রবোড়া! শান্তিপুরে 'হাড়হিম' ঘটনা

chandrabora
  • 1/7

বর্ষা এসে গিয়েছে রাজ্যে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্ট চলছে। তার ফলশ্রুতি বাসস্থান ডুবে যাচ্ছে জলে। আর  স্বভাবতই সাপ বা অন্য কোন কীটপতঙ্গ   নিরাপদ আশ্রয়ের জন্য বেছে নিচ্ছে গৃহস্থ বাড়ি ‌। 
 

  • 2/7

আর সেই কারণেই প্রায় প্রতিদিনই  কালাচ ,চন্দ্রবোড়া, গোখরোর মতো ভয়ঙ্কর বিষধর সাপের উপদ্রব বাড়ছে জনবসতিপূর্ণ এলাকায়। 

  • 3/7

সোমবার রাত্রে নদিয়ার শান্তিপুর শহরের রামনগরের  চর তিলি পাড়া এলাকায় এক গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হল প্রমাণ সাইজের চন্দ্রবোড়া।

  • 4/7

 দিলীপ প্রামানিকের  বাড়ির খাটের নীচ থেকে উদ্ধার করা হয় চন্দ্রবোড়া সাপটিকে। 

  • 5/7


ঘরের মধ্যে সাপ দেখতে পেয়ে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রামানিক পরিবারের সকলের মধ্যে।  
 

  • 6/7

সঙ্গে সেঙ্গে বন দফতরকে ফোন করা হয়।  পরে  স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সরকারের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। 

  • 7/7

পরে সাপটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে বনদফতেরর হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement