হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা ডঃ ভবতোষ বিশ্বাসের স্ত্রী কে মৃত্যুর পর সমাধিস্থ করা হয় তাঁর বাড়ির ভিতরের বাগানে।
তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কোন্নগরের জিটি রোড ও ফাঁড়ি ঘেরাও করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কোন্নগরে রণক্ষেত্রের রূপ ধারণ করে। উত্তেজনা ওঠে চরমে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই অতিমারি পরিস্থিতিতে কেন হঠাৎ করে হিন্দু ধর্মাবলম্বী হয়েও বাড়ির ভেতরের পেছনের অংশে স্ত্রীকে সমাধিস্থ করলেন চিকিৎসক।
স্থানীয় বাসিন্দারা যখন সঠিক কাগজপত্র ও প্রশাসনিক নথি দেখতে চান, তখন পুলিশ প্রশাসন কোনরকম শংসাপত্র বা নথি দেখাতে অক্ষম থাকেন।
যদি সরকারি নথি বা শংসাপত্র থাকে তাহলে স্থানীয় বাসিন্দাদের তা দেখানো হোক অন্যথায় তারা অবস্থান-বিক্ষোভ বা ধর্না কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন স্থানীয়রা।
গোট ঘটনা ঘিরেই উত্তেজনা চরমে উঠতে থাকে। পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন এবং আলোচনায় বসবেন বলে জানা যাচ্ছে।