Advertisement

দক্ষিণবঙ্গ

আচমকা 'টর্নেডো'-র দাপটে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর! দিশেহারা স্থানীয়রা

শাজাহান আলী
  • পশ্চিম মেদিনীপুর ,
  • 15 Sep 2021,
  • Updated 7:20 PM IST
  • 1/7

কেশিয়াড়ির ও নারায়ণগড়ের বুকে আচমকাই প্রবল ঝড়ের দাপট! ভাঙল একাধিক বাড়ি। আতঙ্কে ঘড়ছাড়া স্থানীরা।

  • 2/7

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বুকে দেখা মিলল টর্নেডোর। বুধবার দুপুর বেলা কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বড়াইগ্রামে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়।

  • 3/7

অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন এবং সেখান থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক প্রশাসনের আধিকারিকরা।
 

  • 4/7

অপরদিকে আচমকাই নারায়নগড় ব্লক এর ৩ নং নারমা গ্রাম পঞ্চায়েতের পুরিচক মৌজায় দুপুরে টর্নেডো হয়। আকাশ কালো করে ধেয়ে আসতে দেখা যায় ঝড়। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চলে পূরিচক এলাকায়। 
 

  • 5/7

ভেঙে পড়ে দোকানপাট-গাছপালা। এলাকা তছনছ হয়। একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা ।

  • 6/7

প্রবল বর্ষণের মধ্যে পশ্চিম মেদিনীপুরে বুধবার দুপুর পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন জেলা শাসক ডাঃ রেশমী কমল ৷ বর্ষনের কারনে বাড়ি ভেঙ্গেছে ৮ হাজার এর বেশি ৷ 
 

  • 7/7

তিনদিন ধরে লাগাতার বর্ষনের কারনে এই জেলাতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে পুনরায় ৷ গত তিনমাসে এই নিয়ে তিনবার বড়ো বন্যার মুখোমুখি হয়েছে জেলার বাসিন্দারা ৷

Advertisement
Advertisement