Advertisement

দক্ষিণবঙ্গ

Bird Flu: নিরাপদে আছে রাজ্যের পরিযায়ী পাখিরা, মত বিশেষজ্ঞদের

বৈদ্য়নাথ ঝা
  • 10 Jan 2021,
  • Updated 8:54 PM IST
  • 1/5

দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে বার্ড ফ্লুয়ের (Bird flu) প্রকোপ। যার মধ্যে রয়েছে পরিযায়ী পাখিরাও (Migratory Bird)। যা নিয়ে রীতিমতো উদ্বেগে পক্ষীবিদেরা। তবে এরাজ্যের পরিযায়ী পাখিরা ভালো আছে, এমনটাই জানালো পাখিদের সংরক্ষণ নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

  • 2/5

প্রসঙ্গত, বছর বছর শীতকালে পরিযায়ী পাখিরা ভিড় জমায় সাঁতরাগাছি (Santragachi) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জলাভূমিতে। তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও রকম অসুস্থতা দেখা যায়নি বলেই জানা যাচ্ছে। 

  • 3/5

এই প্রসঙ্গে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অর্জুন রায় জানান, "এখনো পর্যন্ত এরাজ্যের পরিযায়ী পাখিদের মধ্যে কোনো অসুস্থতা দেখা যায়নি। নিরাপদেই রয়েছে তারা। তাই অহেতুক আতঙ্ক কিংবা উদ্বেগ না করাই ভালো।" তিনি আরও জানান, "এবছর সাতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিদের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। তবে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের জন্য সময়ের আগেই চলে যেতে পারে তারা।"

  • 4/5

এদিন সংস্থার পক্ষ থেকে সাঁতরাগাছিতে প্রাথমিকভাবে পাখিদের গণনা করা হয়। তাতে দেখা যায় এবছর, ১৬ টি প্রজাতির মোট ৬,৫৩৫টি পাখি এসেছে। যার মধ্যে হিমালয় পেরিয়ে আসা পাখিও রয়েছে। গতবারে এই সংখ্যাটি ছিল প্রায় ৪৫০০।

  • 5/5

জানা গেছে আগামী শনিবার প্রকৃতি সংসদের পক্ষ থেকে সরকারি ভাবে গণনা হবে। পাশাপাশি সেদিন The Bird Of Santragachi নামে একটি বইও  প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Advertisement
Advertisement