Advertisement

দক্ষিণবঙ্গ

বিলুপ্তপ্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার, পরে খোলা পরিবেশে ছাড়ল বন দফতর

সুমন আদক
  • 12 Jan 2021,
  • Updated 7:59 PM IST
  • 1/5

উদ্ধার হল বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকায়।

  • 2/5

জানা গেছে প্যাঁচাটিকে মাটিকে পড়ে থাকতে দেখেন জগদীশপুর এলাকার মাকালতলা গ্রামের বাসিন্দারা।

  • 3/5

খবর দেওয়া হয় হাওড়া সিটি পুলিশে। প্যাঁচাটিকে হাওড়া সিটি পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

  • 4/5

এরপর সেটিকে বন দফতরের হাতে তুলে দেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। প্যাঁচাটির শারীরিক পরীক্ষা করে বন দফতর। দেখা যায় সুস্থই রয়েছে সেটি। এরপর প্যাঁচাটিকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

  • 5/5

প্রসঙ্গত দিন কয়েক আগে জগদীশপুর এলাকা থেকেই একটি ভামও উদ্ধার হয়েছিল বলে জানা যাচ্ছে।  

Advertisement
Advertisement