Advertisement

"জোটের ভবিষ্যৎ ক্ষমতা", সাফ কথা অধীর চৌধুরীর

"জোটের ভবিষ্যৎ ক্ষমতা"। ফুরফুরা যাওয়ার পথে হুগলির ডানকুনি হাউসিং মোড়ে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার তাঁদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন "নির্বাচন আসন্ন, (West Bengal Election 2021) আগামিদিনে বাম ও কংগ্রেসের জোট (Left-Congress alliance) যাতে জয় নিশ্চিত করতে পারেন সেজন্য মন প্রাণ দিয়ে পরিশ্রম করুন।" পাশাপাশি এই বাংলার ভবিষ্যৎ ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেস ও বাম, একথা মানুষকে বোঝানোর পরামর্শও দেন তিনি।

অধীর চৌধুরী, কংগ্রেস নেতা
Aajtak Bangla
  • ডানকুনি,
  • 17 Nov 2020,
  • अपडेटेड 6:13 PM IST
  • "তৃণমূলকে দূর করতে হবে"
  • "বিজেপির প্রবেশ বন্ধ করতে হবে"
  • কর্মীদের বার্তা অধীরের

"জোটের ভবিষ্যৎ ক্ষমতা"। ফুরফুরা যাওয়ার পথে হুগলির ডানকুনি হাউসিং মোড়ে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার তাঁদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন "নির্বাচন আসন্ন, (West Bengal Election 2021) আগামিদিনে বাম ও কংগ্রেসের জোট (Left-Congress alliance) যাতে জয় নিশ্চিত করতে পারেন সেজন্য মন প্রাণ দিয়ে পরিশ্রম করুন।" পাশাপাশি এই বাংলার ভবিষ্যৎ ধর্ম নিরপেক্ষ শক্তি কংগ্রেস ও বাম, একথা মানুষকে বোঝানোর পরামর্শও দেন তিনি।

কর্মীদের উদ্দেশ্যে এদিন অধীর আরও বলেন,"বাম এবং কংগ্রেস ধর্ম নিরপেক্ষ শক্তি হিসেবে এই বাংলার সাম্প্রদায়িক ও গণতন্ত্র বিরোধী শক্তি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে। সেই লড়াইতে আপনারাও সামিল হোন। বাম ও কংগ্রেস জোট যাতে তাদের জয় নিশ্চিত করতে পারে তার জন্য মন প্রাণ দিয়ে পরিশ্রম করুন। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে তৃণমূলকে দূর করা দরকার এবং বিজেপির প্রবেশ বন্ধ করা দরকার। পশ্চিম বাংলার ভবিষ্যৎ কংগ্রেস এবং বাম এই ধর্ম নিরপেক্ষ শক্তির ওপরেই নির্ভর করবে। এই বার্তা আপনারা মানুষের কাছে নিয়ে যান। নিশ্চয় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সেই প্রচেষ্টা সহায়ক হবে।" জোটের ভবিষ্যৎ যে ক্ষমতা এদিন তাও স্পষ্ট করে জানিয়ে দেন অধীর চৌধুরী। 

আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াইয়ের বিষয়ে ইতিমধ্যেই এগোতে শুরু করেছে এরাজ্যের বাম ও কংগ্রেস। বৈঠকও হয়েছে উভয় পক্ষের মধ্যে। এমনকি সিপিএমের উচ্চপর্যায় থেকেও এই বিষয়ে ইতিবাচক সংকেতও পাওয়া গিয়েছে। তাই পরবর্তী নির্বাচনে যৌথভাবে রণকৌশল ঠিক করার প্রক্রিয়ায় নেমে পড়েছে 'হাথ' ও 'হাথোরা'। তবে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এক্ষেত্রে প্রদেশে কংগ্রেসের একটা অংশ থেকে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি উঠলেও বামেরা এই দাবি মানবে কি না, না কি তাদের তরফে অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসবে তুলে ধরা হবে সেবিষয়ে এখনও নিশ্চিত ভাবে  কিছু জানা যায়নি। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement