রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার কৃষক ও বাউল পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। ২০ তারিখ বীরভূমে (Birbhum) শিল্পী বাসুদেব দাস বাউলের (Basudeb Das Baul) বাড়িতে দুপুরের খাবার খাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই শিল্পীর সঙ্গেই কথা বললাম আমরা।
আজতক বাংলা: অমিত শাহ বাড়িতে আসছেন, কেমন লাগছে?
বাসুদেব দাস বাউল: "আমি তো মনে করি আমার হয়ত ভাগ্য ভাল, পদধূলি পাবো। ভাল লাগছে।"
আজতক বাংলা: এত বাউল শিল্পী থাকতে আপনার বাড়িতেই কেন?
বাসুদেব দাস বাউল: "কোথাও না কোথাও তো আসতেই হবে। এখানকার কিছু লোক আছে তারা ঠিক করেছে বাসুদার বাড়িতেই গানটা হবে। বাসুদার বাড়িতেই গান শুনবেন। তাই বাসুদার বাড়িটাই ঠিক করা হয়েছে।"
আজতক বাংলা: কীভাবে সমস্ত ব্যবস্থাপনা করছেন?
বাসুদেব দাস বাউল: "আমাদের যতটুকু করার করছি। বাকি ওনারাও সাহায্য করছেন।"
আজতক বাংলা: কী খাওয়া দাওয়া থাকছে?
বাসুদেব দাস বাউল: "সাধারণ বাংলা খাবার। ভাত, মুগডাল, সবজি, বেগুন ভাজা। সাধারণ খাবার খাবেন আমাদের সঙ্গে বসে। দু - একটি বাউল গান শুনবেন।"
আজতক বাংলা: কোন গান শোনাবেন?
বাসুদেব দাস বাউল: "মানুষের গান শোনাবো। একটা দেহতত্ত্ব শোনাবো। মানুষকে নিয়ে গান শোনাবো।"
আজতক বাংলা: স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে কিছু চাইবেন?
বাসুদেব দাস বাউল: "এখনও কিছু ভাবিনি। তবে আমাদের জন্য কিছু করা হলে খারাপ হয় না।"
আজতক বাংলা: ভবিষ্যতে রাজনীতিতে আসবেন?
বাসুদেব দাস বাউল: "না, রাজনীতিতে যাওয়ার কোনও ইচ্ছা নেই। আমরা বাউল ভাব নিয়ে থাকি। যিনি ডাকেন তাঁর ডাকেই যাই। আমরা সবাইকেই চাই। কারও একার নয়। আমরা মানুষ নিয়ে গান করি। লালনের কথা মেনে চলি। সব মানুষ আমাদের কাছে সমান। আমদের ধর্মটাই হচ্ছে মানুষ ধর্ম। আমার মনে হয় সবাই একসঙ্গে থাকব। এই বিবাদ যেন না থাকে। যে কটা দিন আছি, সবাই যেন শান্তিতে থাকি।"