Advertisement

Bhangar: 'মাথায় নয়, পেছনে আর হাঁটুতে মার', পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের নিদান TMC নেতার

ফের হুমকি ভাষণ দিয়ে বিতর্কে ভাঙড়ের (Bhangar) ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাচ্ছের হোসেন (Modasser Hossain)। পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের ওই তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন তিনি।

বিরোধীদের মারার নিদান দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান
Aajtak Bangla
  • ভাঙড়,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 8:19 AM IST
  • সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামও
  • মন্তব্যকে হাতিয়ার করে সমালোচনায় সরব বিরোধীরা

ফের হুমকি ভাষণ দিয়ে বিতর্কে ভাঙড়ের (Bhangar) ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাচ্ছের হোসেন (Modasser Hossain)। পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের ওই তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন তিনি। শনিবার দলের এক কর্মিসভায় তৃণমূলের ওই প্রধান বিরোধীদের মাথায় না মেরে, হাঁটু ও পশ্চাদ্ দেশে মারার নিদান দেন। গতকাল ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামও। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান।

মোল্লাপাড়ায় শনিবার শাসকদলের একটি কর্মিসভা ছিল। সেখানে মোদাচ্ছেরের বলেন, 'পঞ্চায়েত ভোটে ঝামেলা হবে। বুথ প্রতি ২০-৪০টা ছেলে তৈরি থাকুন। বাদ বাকি আমরা বুঝে নেব। তোমাদের মারতে বললে তোমরা মেরে মাথা ফাটিয়ে দাও। এই স্বভাবটা খুব খারাপ। তোমাদের মারতে বলি পেছনে, তোমরা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ। চিন্তা ভাবনা করে মারতে হবে। পেছনে মারলে দাগ হয় না। মাথায় মারলে তা ফেটে যায়। যেটা বলব সেটা করতে হবে। তোমাদের রাত্রিবেলা এক জায়গায় পাঠাচ্ছি। তোমরা পেছনে না মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ। জানো না যে মাথা ফাটালে রক্ত বের হয়, তার জন্য কেস হয়। তাই বলছি পেছনে মার, আর হাঁটুতে মার। বাদ বাকিটা আমরা বুঝে নিচ্ছি।'

ওই মন্তব্যকে হাতিয়ার করে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'রাজ্যবাসীর দুর্ভাগ্য, দুর্ভাগ্য সাংবাদিকদেরও। কারণ এই বিষয়টি নিয়েও আজকে চর্চা চলছে। আসলে যে দলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে 'তুই' বলে সম্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে 'হোঁদল কুতকুত' বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে 'নাড্ডা গাড্ডা চাড্ডা' বলেন, তার পরিণতি এটাই হবে।'

তৃণমূল প্রধানের হুমকি ভাষণের সমালোচনায় সরব হয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকও। তিনি বলেন, 'এটাই তৃণমূলের সংস্কৃতি।’

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement