Advertisement

Sukanta Majumdar: জয়নগরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Jainagar) বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গাড়ি ঘিরে বিক্ষোভ। তাঁকে কালো পতাকা দেখানো হয়। জয়নগরের মইপীঠের ঘটনা। রবিবার মইপীঠে দলীয় সভা করতে যান সুকান্ত। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শ খানেক লোকজন।

জয়নগরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা
Aajtak Bangla
  • জয়নগর,
  • 10 Dec 2022,
  • अपडेटेड 7:18 PM IST

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Jainagar) বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গাড়ি ঘিরে বিক্ষোভ। তাঁকে কালো পতাকা দেখানো হয়। জয়নগরের মইপীঠের ঘটনা। রবিবার মইপীঠে দলীয় সভা করতে যান সুকান্ত। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শ খানেক লোকজন। জয়নগর ও কুলতুলি এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। কলকাতায় ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা ছেড়ে দিতে হবে।

গোটা ঘটনার কয়েকটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি লিখেছেন, 'দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে টিএমসি-র গুন্ডারা আমার গাড়িতে হামলা চালায়। কাপুরুষ টিএমসি গুন্ডারা জানে না যে আমি তাদের ভয় পাই না। যাই হোক, তাদের উৎখাতের নির্ভীক লড়াই চলবে।'

আরও পড়ুন:IND vs BAN 3rd ODI: ইশানের ডাবল সেঞ্চুরিতে 'বিরাট' উন্মাদনা, ভাংড়া নাচলেন কোহলি; Video Viral

আরেকটি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ট্যাগ করে তিনি লেখেন, 'যারা আমার কনভয়ের উপর হামলা করেছে, আপনার দলের এই গুন্ডাদের গ্রেফতার করতে মুখ্যমন্ত্রী আপনি কি সাহস করবেন? নাকি বাংলাকে শাসন করতে না পারার জন্য এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন?'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement