Advertisement

বড়ঞাতে মাঠে ৪ যুবকের লাশ, খুন না দুর্ঘটনা?

বড়ঞাতে মাঠে ৪ যুবকের লাশ, খুন না দুর্ঘটনা? তদন্তে কান্দি থানার পুলিশ। আচমকা চারটি লাশ কোথা থেকে এল, তা নিয়ে তাজ্জব হয়ে গিয়েছেন এলাকাবাসী।

নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 10:22 AM IST
  • বড়ঞাতে মাঠে ৪ যুবকের লাশ
  • খুন না দুর্ঘটনা বাড়ছে তদন্ত
  • অজ্ঞাতপরিচয় দেহ কাদের ধন্দ

আচমকা এলাকায় মিলল চার-চারটি লাশ। সোমবার সকালে চাষের জমিতে মৃতদেহগুলি দেখতে পেয়ে তাজ্জব বনে যান স্থানীয় চাষিরা। সবচেয়ে বড় কথা যুবকরা এলাকার কেউ নয়। কেউ তাঁদের চেনেন না। মুর্শিদাবাদ জেলার বড়ঞার ঘটনা। এই ঘটনার জেরে গোটা মুর্শিদাবাদ জেলায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোনও প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এভাবে এক সঙ্গে চারটি লাশ পাওয়ার ঘটনা, স্থানীয়দের মধ্যে কেউ কস্মিনকালে দেখেছেন কি না, তা মনে করতে পারেননি।

মুর্শিদাবাদ কান্দি মহকুমার বড়য়া থানা এলাকায় রবিবার রাতের কোনও এক সময় ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের ধারে খরজুনা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে দেহগুলি পাওয়া যায়। তাই পুলিশের ধারণা রাতে কোনও দুর্ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। 

সোমবার সকালে এলাকার কৃষকরা মাঠে চাষ করতে গিয়ে প্রথম মৃতদেহগুলি দেখতে পায়। তারাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, পথ দুর্ঘটনায় সম্ভবত মৃত্যু হয়েছে চার যুবকের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ পথ দুর্ঘটনা নয় অন্য কোথাও এই যুবকদের পিটিয়ে খুন করে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

কারণ দুর্ঘটনা হলে চারটি মৃতদেহ বিভিন্ন জায়গায় কালভার্ট এর নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকত না। রাতের টহলদারি পুলিশ নিশ্চয়ই এর খবর পেত। পুরো বিষয়টি রহস্য অপরদিকে সাত সকালেই ৪ তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধার হতেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। পাশাপাশি গ্রামের মানুষ চান পুলিশ তদন্ত করুক। সব কিছু প্রকাশ্যে আসবে। অপরদিকে এই ঘটনার পর সোমবার সকাল থেকেই কান্দি সাঁইথিয়া রাজ্য সড়ক বহুক্ষণ যানজটের ফলে অবরুদ্ধ হয়ে থাকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায়।

Advertisement

চারজনের মধ্যে তিনজনকে পরে চিহ্নিত করা হয়েছে। বেলগ্রামের দীপ বাগদি(২৪), কল্যাণ দাস (২০) এবং তালুয়া গ্রামের বিদ্যুৎ বাগদি(২৪)। আর একজন সম্ভবত দ্বীপের ভাগ্নে বলে জানা গিয়েছে। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement