Advertisement

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়, আহত ২, নামল RAF

রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার মাঝেই সংঘর্ষে জড়িয়ে পড়েল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। দুই দলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) ডোমজুরে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খাবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভাঙচুরও চালান হয়েছে একধিক বাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত । সংঘর্ষের জেরে আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 20 Dec 2020,
  • अपडेटेड 8:33 AM IST
  • ডোমজুড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
  • সংঘর্ষে আহত ২
  • এলাকায় পুলিশ, নামলো RAF

রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার মাঝেই সংঘর্ষে জড়িয়ে পড়েল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। দুই দলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) ডোমজুরে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খাবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভাঙচুরও চালান হয়েছে একধিক বাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত । সংঘর্ষের জেরে আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভাঙচুর

জানা গেছে, শনিবার রাতে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী বিশ্বনাথ ঘোষ। সেই সময় তাঁর ওপর হামলা চালায় কয়েকজন। মারধরে মাথায় গুরুতর আঘাত পান ওই বিজেপি কর্মী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ডোমজুর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ব্যক্তির অভিযোগ, "যারা হামলা চলিয়েছে তারা বাড়ি ঘড়ে ভাঙচুর চালানোর পাশাপাশি বলছিল ঘরে বসে যাও আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাজ করব।" 

এদিকে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ ননা গ্রামের তৃণমূলের উপ প্রধান বুবাই চক্রবর্তী। তাঁর দাবি, "শুভেন্দু অধিকারী যোগদান করায় বিজেপি ভেবেছে ওরা ক্ষমতায় চলে এসেছে।" তাই আমাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। বিজেপি ও সিপিআইএমের লোকজন একসঙ্গে তাঁদের ওপর হামলা চালিয়েছে বলেই পালটা অভিযোগ তাঁর। হামলায় তাঁদের লোকজন আহত হয়েছে বলেই দাবি বুবাইবাবুর। এমনকি বাড়ি ঘরে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভাঙচুর

এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় RAF-ও যাতে নতুন করে কোনও অশান্ত না ছড়ায় তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। রাজনৈতিক মহলের আশঙ্কা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে এই ধরনের সংঘর্ষের ঘটনা। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement