Advertisement

Purbo Medinipur TMC: দুর্নীতি অভিযোগ প্রমাণিত, তৃণমূলের নির্দেশে পদত্যাগ পঞ্চায়েত প্রধানের

ফের দলের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। সেলিম আলি নামে ওই তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই এই সেলিম আলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে।

তৃণমূল নেতার পদত্য়াগতৃণমূল নেতার পদত্য়াগ
Aajtak Bangla
  • তমলুক,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 2:36 PM IST
  • ফের দলের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল পঞ্চায়েত প্রধান।
  • সেলিম আলি নামে ওই তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।

ফের দলের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল পঞ্চায়েত প্রধান।  সেলিম আলি নামে ওই তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।

পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই এই সেলিম আলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে।

আরও পড়ুন

অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে তদন্ত শুরু করা হয়। দেখা যায় সেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বেশিরভাগই সত্যি। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে। মঙ্গলবার পদত্যাগ করেন সেলিম আলি৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অভিষেক বন্দোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে জানিয়ে আসছেন দলের মধ্যে এক ইঞ্চি জমিও দুর্নীতির জন্যও বরাদ্দ করা হবে না। দলের কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস করলে ঠিকাদারি করা চলবে না। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হল।

উল্লেখ্য, কাঁথি থেকে শুরু হয়েছিল প্রকাশ্য সভামঞ্চ থেকে পদত্যাগের পালা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন তাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। সদ্যপ্রাক্তন পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম দে।
মহানালা গ্রামের তফসিলি জনজাতি অধ্যুষিত ধনিচাপাড়ার অনুন্নয়ন নিয়ে জনসভায় সরব হন অভিষেক। গ্রাম পরিদর্শনে না যাওয়া নিয়ে প্রধানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

 

Read more!
Advertisement
Advertisement