Advertisement

Cyclone Jawad: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ভয়, মোতায়েন NDRF, কোন জেলায় কত টিম?

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আগে থেকেই কড়া সতর্কতা নিচ্ছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী বাহিনী। মোট ৮টি দল বাংলায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ২টি, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১টি, উত্তর ২৪ পরগনায় রয়েছে ১টি, পূর্ব মেদিনীপুরে ১টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, হুগলিতে ১টি এবং নদিয়াতে ১টি।

এনডিআরএফ। (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Dec 2021,
  • अपडेटेड 9:42 AM IST
  • ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ভয়
  • মোতায়েন NDRF
  • কোন জেলায় কত টিম?

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আগে থেকেই কড়া সতর্কতা নিচ্ছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী বাহিনী। মোট ৮টি দল বাংলায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ২টি, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১টি, উত্তর ২৪ পরগনায় রয়েছে ১টি, পূর্ব মেদিনীপুরে ১টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, হুগলিতে ১টি এবং নদিয়াতে ১টি। অনুমান করা হচ্ছে ৫ তারিখ প্রবল বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

প্রথমে নিম্নচাপ হিসাবে থাকলেও পরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। সেখান থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উপকূলবর্তী এলাকার স্থলভাগে প্রবেশ করবে জাওয়াদ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৪ ও ৫ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবী ও কৃষকদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের দুর্যোগের ৩ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে চাষীদেরও সাবধান হতে বলা হয়েছে। অতি বৃষ্টির জেরে ফসলের ক্ষতি হতে পারেও বলে জানানো হয়েছে। অন্যদিকে দীঘা, সুন্দরবনের মতো এলাকাগুলির বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কৃষকরা আগে থেকে সতর্ক হয়ে ফসল তুলতে শুরু করে দিয়েছে। 

এর আগে বর্ষাকালে অতিবৃষ্টিতে ভুগেছিল বাংলা। তখন জেলার একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধারকার্যে নামানো হয়েছিল এনডিআরএফকে। এবারও ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তাই আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেই জেলাগুলিতেই বিপর্যয় মোকাবিলা দলকে মোতায়েন করা হয়েছে। খুব সম্ভবত শনিবারই স্থলভাবে ঘূর্ণিঝড় হিসাবে প্রবেশ করবে জাওয়াদ। তার আগে থেকেই কড়া সতর্ক রয়েছে জেলা প্রশাসনগুলি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement