Advertisement

"পুরুলিয়ার মানুষ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নয়", অদ্ভূত ব্যাখ্যা দিলীপের

পুরুলিয়ার (Purulia) মানুষ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নয়, লোকাল ট্রেনের(Local Train) দাবিতে সাধারণ মানুষের প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghoah)। দলীয় কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়ায় যান তিনি। সাহেব বাঁধ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। সেই সময় এক পথচারী হঠাৎ দিলীপবাবুর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, পুরুলিয়ায় লোকাল ট্রেন চলছে না কিছু বলুন। প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে যান দিলীপ। তারপর সোজা হাঁটতে শুরু করে দেন তিনি।

দিলীপ ঘোষ
অনিল গিরি
  • পুরুলিয়া,
  • 06 Jan 2021,
  • अपडेटेड 12:53 PM IST
  • পুরুলিয়ায় সাধারণ মানুষের লোকাল ট্রেনের দাবির মুখোমুখি দিলীপ
  • "পুরুলিয়ার মানুষ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নয়"
  • সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন বিজেপির রাজ্য সভাপতি


পুরুলিয়ার (Purulia) মানুষ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নয়, লোকাল ট্রেনের(Local Train) দাবিতে সাধারণ মানুষের প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghoah)। দলীয় কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়ায় যান তিনি। সাহেব বাঁধ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। সেই সময় এক পথচারী হঠাৎ দিলীপবাবুর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, পুরুলিয়ায় লোকাল ট্রেন চলছে না কিছু বলুন। প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে যান দিলীপ। তারপর সোজা হাঁটতে শুরু করে দেন তিনি।

এরপর সেই পথচারীর কথার প্রেক্ষিতে দিলীপকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে দিলীপ বলেন, কলকাতার মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। তাই সেখানে ট্রেন চলেছে। কিন্তু পুরুলিয়ার মানুষ ট্রেন এর উপর নির্ভর নয়। প্রসঙ্গত লকডাউন শিথিল হতেই পুরুলিয়ায় লোকাল ট্রেন চালানোর দাবি জোরদার হয়। কারণ এতে যাতায়াতের খরচ কমে। তবে সম্প্রতি কয়েকটি ট্রেন চালু হলেও সামগ্রিক ভাবে পরিষেবা চালু হয়নি।

লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেনের পরিষেবা। বন্ধ ছিল মেট্রোও। যাত্রীদের দাবির প্রেক্ষিতে প্রথমে মেট্রো এবং পরে লোকাল ট্রেন চালু করা হয়। ধাপে ধাপে বাড়ানো হয় ট্রেনের সংখ্যা। প্রথম হাওড়া, শিয়ালদহ ও দক্ষিণপূর্ব শাখা চালু হয় লোকাল ট্রেন। তারও বেশকিছু দিন পরে ট্রেন পরিষেবা চালু হয় আদ্রা শাখায়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement