Advertisement

স্কুলের ফি মকুবের দাবিতে ব্যারাকপুরে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

বেলঘরিয়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফি মকুবের দাবিতে ব্যারাকপুরে প্রশাসনিক ভবনের (Barrackpore Administrative Building) সামনে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনায় সোমবার রীতিমতো উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে প্রশাসনিক ভবন চত্বরে। অভিভাবকদের অভিযোগ, 'আদালতের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ফি-এর জন্য পড়ুয়াদের চাপ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।' পরে পুলিশের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নেন অভিভাবকরা। 

ব্যারাকপুর প্রশাসনিক ভবন
দীপক দেবনাথ
  • ব্যারাকপুর,
  • 08 Feb 2021,
  • अपडेटेड 3:31 PM IST
  • ফের স্কুল ফি মকুবের দাবিতে বিক্ষোভ
  • ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ
  • পরিস্থিতি সামাল দিল পুলিশ

বেলঘরিয়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফি মকুবের দাবিতে ব্যারাকপুরে প্রশাসনিক ভবনের (Barrackpore Administrative Building) সামনে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনায় সোমবার রীতিমতো উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে প্রশাসনিক ভবন চত্বরে। অভিভাবকদের অভিযোগ, 'আদালতের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ফি-এর জন্য পড়ুয়াদের চাপ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।' পরে পুলিশের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নেন অভিভাবকরা। 

অভিভাবকদের দাবি, 'অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে নির্দেশ রয়েছে আদালতের। তারপরেও তাঁদের সন্তানদের বাড়তি ফি জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছে ওই স্কুল কর্তৃপক্ষ।' তাঁদের অভিযোগ, 'ইতিমধ্যেই নভেম্বর - ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলের বেতন দেওয়া আছে। তার পরেও স্কুল কর্তৃপক্ষ রিফ্রেশমেন্ট ফি, খাবার ফি সহ একাধিক খাতে টাকা দাবি করছে।' এমনকি অতিরিক্ত ফি না দিলে অনলাইন ক্লাস করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এক্ষেত্রে একপ্রকার ভয়ে স্কুলকে টাকা দিতে হচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকরা। 

এই পরিস্থিতিতে এদিন কার্যত বাধ্য হয়ে আন্দোলেন নামেন অভিভাবক অভিভাবিকারা। ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ। প্রশাসনিক ভবনে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হয় সাধারণ মানুষকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের তরফে মহকুমা শাসকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রশাসনিক ভবনের গেটের সামনে থেকে সরে যান বিক্ষোভকারীরা। 

প্রসঙ্গত দীর্ঘ লককডাউনে বন্ধ সমস্ত স্কুল। ছাত্রছাত্রীদের পড়াশোনা চলেছে অনলাইনে। কিন্তু মাস কয়েক আগে অভিযোগ ওঠে, বন্ধ থাকা সত্বেও ফি বাড়াচ্ছে কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ। যার জেরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্কুলে টিউশান ফি ছাড়া অন্যান্য খাতের টাকা মকুবের দাবিতে পালটা বিক্ষোভে নামেন অভিভাবকরা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সেই সময় নির্দিষ্ট নির্দেশ দেয় আদালত। তারপর কিছুদিনের জন্য বিষয়টি স্তিমিত থাকলেও ফের উঠে এলে সেই একই ধরনের অভিযোগ। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement