Advertisement

রাজ্য়ে ফের বাড়ছে দৈনিক সংক্রমণ, কমল সুস্থতার হার

আবারও ঊর্ধ্বমুখী রাজ্য়ের করোনা গ্রাফ। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৫৯১ জন। যার জেরে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লক্ষ ৯১ হাজার ১৯৪ জন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2020,
  • अपडेटेड 9:37 PM IST
  • ফের বাড়ল দৈনিক সংক্রমণ
  • নিম্নমুখী সুস্থতার হার
  • কমল দৈনিক মৃত্যু

 

আবারও ঊর্ধ্বমুখী রাজ্য়ের করোনা গ্রাফ। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায়
আক্রান্ত হয়েছেন ৩,৫৯১ জন। যার জেরে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লক্ষ ৯১
হাজার ১৯৪ জন। এদিনও আক্রান্তের তালিকায় শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত 
হয়েছেন ৭৮৩ জন। এই একই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৭৫৬।  একদিকে
যেমন বেড়েছে দৈনিক সংক্রমণ, অন্যদিকে তেমনই কমেছে সুস্থতার হার। এদিনের বুলেটিন অনুযায়ী
রাজ্যে সুস্থতার হার ৮৭.৮৬ শতাংশ, শুক্রবার যা ছিল ৮৭.৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন ৩ হাজার ৩২ জন। যার জেরে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৫৫ হাজার
৮৩৮ জন। তবে এর মধ্যেই কমেছে মৃত্যুর সংখ্যা। এই সময়ের মধ্যে করোনার বলি ৬২। এই নিয়ে রাজ্যে
মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৫৬৩ জন।

টেস্ট বাড়ানোই লক্ষ্য

কোভিড মোকাবিলায় বেশি সংখ্যক পরীক্ষাই এখন অন্যতম প্রধান হাতিয়ার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। 
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৬ লক্ষ ৫০ হাজার ৯৮৯ জনের পরীক্ষা 
হয়েছে। তার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে মাত্র ৭.৯৮ শতাংশ মানুষের। 

পুজোয় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

সামনেই দুর্গাপুজো। আর পুজোর দিনগুলিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েই যাচ্ছে বলে মত
বিশেষজ্ঞদের। যদিও সংক্রমণ ঠেকাতে নানাবিধ ব্যবস্থা নিচ্ছে সরকার। একইসঙ্গে মণ্ডপে বেশকিছু 
ব্যবস্থা নিচ্ছেন পুজো উদ্যোক্তারাও। কিন্তু পুজোর আগেই এই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ দুশ্চিন্তা জিইয়ে 
রাখছে বলেই মনে করছে বিভিন্ন মহল। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement