Advertisement

লোকালয়ের কাছেই বাঘের দর্শন, ব্যাপক আতঙ্ক হিঙ্গলগঞ্জে

এবার ফের একবার লোকালয়ের কাছেই বাঘের (Tiger) দর্শন মিললো। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগর ৪ নম্বর এলাকায়। জানা গেছে বুধবার হিঙ্গলগঞ্জের ওই এলাকায় নেট ঘেরা জঙ্গলের বাইরে একটি বাঘকে দেখতে পান এলাকাবাসী। বাঘটি লোকলয়ে চলে আসতে পারে এই আশঙ্কায় সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন স্থানীয় মানুষজন।

প্রতীকী ছবি
তপন মণ্ডল
  • হিঙ্গলগঞ্জ,
  • 10 Feb 2021,
  • अपडेटेड 12:59 PM IST
  • হিঙ্গলগঞ্জে লোকালয়ের কাছে বাঘের দেখা
  • এলাকাবাসীর ধাওয়ায় পালাল বাঘ
  • ব্যাপক আতঙ্কে এলাকাবাসী

সুন্দরবনের (Sundarban) সঙ্গে বাঘ, বা বলা ভাল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) নাম ওতোপ্রোতো ভাবে জড়িত। বছরের বিভিন্ন সময় বাঘের দর্শন পেতে নানান জায়গা থেকে পর্যটকরা ছুটে যান সুন্দরবনে। কেউ দেখতে পান, কাউকে আবার ফিরতে হয় হতাশ হয়েই। অন্যদিকে আবার জঙ্গলে মধু সংগ্রহ বা অন্যকোনও কাজে গিয়ে বাঘের হামলার মুখেও পড়েছেন অনেকেই। কখনও আবার সুন্দরবন অঞ্চলের বিভিন্ন গ্রামের আশেপাশে বাঘ দেখা গিয়েছে বলে খবর পাওয়া যায়। এবার ফের একবার লোকালয়ের কাছেই বাঘের (Tiger) দর্শন মিললো। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগর ৪ নম্বর এলাকায়। 

জানা গেছে বুধবার হিঙ্গলগঞ্জের ওই এলাকায় নেট ঘেরা জঙ্গলের বাইরে একটি বাঘকে দেখতে পান এলাকাবাসী। বাঘটি লোকলয়ে চলে আসতে পারে এই আশঙ্কায় সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। লাঠি বাঁশ নিয় বাঘটিকে পালটা ধাওয়া করেন তাঁরা। গ্রামবাসীদের তারা খেয়ে নেটের মধ্যে ঢুকে পড়ে বাঘটি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বাঘটি আবারও ফিরে আসবে কি না, সেই দুশ্চিন্তাই কার্যত গ্রাস করেছে তাঁদের। 

প্রসঙ্গত এর আগে গতবছর অক্টোবর মাসে কুলতলির বৈকুণ্ঠপুরে একটি বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে একটি বাঘ। তীব্র গর্জনে সতর্ক হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। তাঁদের চিৎকারে সতর্ক হয়ে যান পাড়া প্রতিবেশীরাও। খবর যায় স্থানীয় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। একইসঙ্গে এলাকায় পৌঁছান বন দফতরের কর্মীরাও। সঙ্গে ঘুমপাড়ানি গুলি এবং লোহার খাঁচাও নিয়ে যান তাঁরা। ততক্ষণে অবশ্য গোলাঘরের একটি গরুকে মেরে ফেলেছে বাঘটি। তারপর দীর্ঘ প্রচেষ্টার শেষে বাঘটিতে খাঁচা বন্দী করতে সক্ষম হন বন দফতরের কর্মীরা। আর তার কয়েক মাস পরেই হিঙ্গলগঞ্জের এই ঘটনা। সেক্ষেত্রে বাঘের দর্শনে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট এলাকাবাসীর।  

Advertisement

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement