Advertisement

Sukanta Majumdar: 'এবার ভয়ঙ্কর খেলা হবে,' ডিসেম্বর-ডেডলাইন প্রসঙ্গে অনুব্রত-স্টাইলে হুঙ্কার সুকান্তরও

এদিন ব্যারাকপুরে জনসভায় ফের ডিসেম্বর নিয়ে রাজ্য সরকারকে হুমকি দিতে গিয়ে সুকান্তের গলায় শোনা গেল 'ভয়ঙ্কর খেলা হবে' সংলাপ। কী বললেন বিজেপি-র রাজ্য সভাপতি?

সুকান্ত মজুমদার
Aajtak Bangla
  • ব্যারাকপুর,
  • 02 Dec 2022,
  • अपडेटेड 6:47 PM IST
  • ভয়ঙ্কর খেলা হবে, বলছেন সুকান্তও
  • ১৫ মিনিটে তৃণমূল সাফ হয়ে যাবে
  • মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, বিজেপি কী জিনিস

ডিসেম্বরে কী হবে? আপাতত পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সৌজন্যে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য নেতৃত্ব থেকে স্থানীয়, মাঝে মাঝেই হুংকার দিচ্ছে, ডিসেম্বরে সরকার পড়ে যাবে। এখন ডেডলাইন ডিসেম্বর কতটা বাস্তব কথা, তা সময়ই বলবে, কিন্তু আজ অর্থাত্‍ শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল অনুব্রত মণ্ডলের ডায়লগ।

ভয়ঙ্কর খেলা হবে, বলছেন সুকান্তও

এদিন ব্যারাকপুরে জনসভায় ফের ডিসেম্বর নিয়ে রাজ্য সরকারকে হুমকি দিতে গিয়ে সুকান্তের গলায় শোনা গেল 'ভয়ঙ্কর খেলা হবে' সংলাপ। কী বললেন বিজেপি-র রাজ্য সভাপতি? তাঁর কথায়, 'ডিসেম্বর পড়েছে। ঠান্ডায় কাঁপবে সরকার। ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হলে আশ্চর্য হবেন না। এবার এক পক্ষ খেলা হবে না। ভয়ঙ্কর খেলা হবে।'

আরও পড়ুন: Sukanta Majumder: 'ক্ষমতায় এলে ৫০০-র বদলে ২ হাজার', পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি সুকান্তর

১৫ মিনিটে তৃণমূল সাফ হয়ে যাবে

ভাটপাড়া অস্ত্র, বোমা উদ্ধার, বোমাবাজি সহ নানা ইস্যুতে এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করে বিজেপি। সেই মিছিল শেষে জনসভায় সুকান্ত বলেন, 'ভাটপাড়া এখন বোমার জন্য বিখ্যাত। ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের ৩০০ নেতা জেলে। কেউ সন্ত্রাস করে পার পাবে না। খেলা হবে দুপক্ষেই, ভয়ঙ্কর খেলা হবে। পুলিশ সরে গেলে ১৫ মিনিটে তৃণমূল সাফ হয়ে যাবে।'

আরও পড়ুন: শান্তনুর মেয়ের ডাক্তারি পড়া নিয়ে অভিযোগ সুকান্তর, জবাব দিলেন TMC MP

মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, বিজেপি কী জিনিস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্তর বক্তব্য, 'মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন বিজেপি কী জিনিস। প্রধানমন্ত্রী ১১ লক্ষ ঘর পাঠিয়েছেন, তৃণমূল চুরির জন্য বসে আছে। এক একটা চোর ধরব, দিল্লিতে অভিযোগ করব।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement