কয়েকদিনের টানা বৃষ্টির পর রূপনারায়ণের জল ঢুকে প্লাবিত হুগলি (Hooghly)-র খানাকুল (Khanakul)। দেখা দিয়েছে বড়সড় বন্যা (Flood) পরিস্থিতি। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম চলে গিয়েছে মাথা সমান জলের তলায়। জলের কবলে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে তৎপর প্রশাসন। সকাল থেকেই জোরকদমে চলছে উদ্ধার কার্য (Rescue Work)। এলাকায় পাঠানো হয়েছে সেনাবাহিনী (Army) এবং এনডিআরএফ (NDRF) টিম। পাশাপাশি উদ্ধারকার্যে লাগানো হয়েছে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারও (IAF Chopper)। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করে আনা হয়েছে বলে জানিয়েছেন হুগলি জেলা পুলিশ সুপার অমরদীপ আইপিএস।