Advertisement

উত্তরবঙ্গ

সান্দাকফুতে ব্যাপক তুষারপাত, বরফের পুরু চাদর; রাস্তা বন্ধ ফালুটের

Aajtak Bangla
  • সান্দাকফু,
  • 21 Mar 2024,
  • Updated 9:44 PM IST
  • 1/11

গত দু’দিন ধরে টানা বৃষ্টি চলছে পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে। আর তার প্রভাব পড়েছে সান্দাকফুতেও। মঙ্গলবার আচমকা তুষারপাত শুরু হয় এলাকায়।

 

  • 2/11

তাপমাত্রা নেমে যায় অনেকটাই। কনকনে শীত ফেরে পাহাড় সহ সমতলেও। বুধবারও দিনভর বৃষ্টি হয়েছে পাহাড়-সমতলে। তবে নতুন করে তুষারপাত হয়নি।

 

  • 3/11

বৃহস্পতিবার সকাল থেকে ফের পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। কয়েক ফুট বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।

  • 4/11

এক শ্রেণির পর্যটক খুশি আচমকা এই তুষারপাতের জেরে। তবে এর ফলে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সান্দাকফু-ফালুটের রাস্তা আটকে যাওয়ায় বিপাকে পড়েন পর্যটকরা।

  • 5/11

সান্দাকফুর দিকে যাওয়া অনেক পর্যটক এই বিরূপ আবহাওয়া ও তুষারপাতের মধ্যে আটকে পড়েছিলেন।

  • 6/11

সিঙ্গলিলা ল্যান্ডরোভার ওনার্স অ্যাসোসিয়েশন ও সশস্ত্র সীমা বলের জওয়ানদের যৌথ উদ্য়োগে বৃহস্পতিবার ৪০ জনেরও বেশি পর্যটককে সিঙ্গলিলা রেঞ্জের উপরের দিক থেকে মানেভঞ্জনে নামিয়ে আনা হয়েছে বলে খবর।

  • 7/11

তবে এই সময় এমন তুষারপাত ও দুর্যোগের ফলে ছুটির মরশুমে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

  • 8/11

এমনিতেই সকাল থেকে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড় থেকে ধস নেমে আসায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পংগামী প্রধান সড়ক বন্ধ হয়ে যায়।

  • 9/11

গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই এই ভরা মার্চেও তুষারপাত চলছে সান্দাকফুতে।

  • 10/11

সাধারণত মার্চ মাসে তুষারপাত হয় না সান্দাকফু-ফালুটের পথে। ফলে যাঁরা এই সময়ে সিঙ্গলিলা রেঞ্জের উপরের দিকে গিয়েছিলেন তাঁরা প্রস্তুত ছিলেন না। ফলে বিপাকে পড়তে হয়।

  • 11/11

তবে এদিনও উত্তরবঙ্গের উত্তর অংশে কনকনে আবহাওয়া ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমলেও তাপমাত্রা বাড়েনি। হুহু হাওয়ায় শীতের আবহ।

Advertisement
Advertisement