Advertisement

উত্তরবঙ্গ

Jalpaiguri Mini Tornado: ভয়ানক ঝড়ের ধ্বংসলীলা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়, কী অবস্থা? দেখুন

Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 01 Apr 2024,
  • Updated 12:30 PM IST
  • 1/10

ফাঁকা মাঠে দুরন্ত ঘুর্ণি। বনবন করে হাওয়া-ধুলো পাক খেয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে।

  • 2/10

না, মার্কিন মুলুকের কোনও দৃশ্য নয়। এ দৃশ্য পশ্চিমবঙ্গেরই।

  • 3/10

রবিবার উত্তরবঙ্গের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে জলপাইগুড়ির দৃশ্য এটি।  

  • 4/10

রবিবার জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী ঝড় হয়। 

  • 5/10

এর ফলে বাড়িঘর তছনছ হয়। কৃষিকাজেরও ক্ষতি হয়। হয়েছে প্রাণহানিও। 

  • 6/10

সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঝড়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও বেসরকারি সূত্রে দাবি, ঝড়ে মৃতের সংখ্যা ৫।

  • 7/10

আবহাওয়াবিদদের মতে, ভাইরাল ভিডিওর ঘটনাটি 'মিনি টর্নেডো'।  আবহওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা জানান, 'আমরা সমস্ত জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। বিভিন্ন দিক খতিয়ে দেখার পর বোঝা সম্ভব কী  ধরনের ঝড় ছিল।'

  • 8/10

জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এর আগেও ২০২২ সালে ডুয়ার্সে এহেন টর্নেডোর ঘটনা ঘটেছিল।  

  • 9/10

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

  • 10/10

রবিবারের ঝড়ে যেন রীতিমতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে লোকালয়। সর্বস্ব খুইয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ক্ষতিগ্রস্তরা। 

Advertisement
Advertisement