দীপাবলির রাতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের ৩ টি দোকান। আরও কয়েকটি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কালিপুজোর রাতে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল তিন বন্ধুর। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরে।
শিলিগুড়িতে আগুন
রবিবার রাত ৯ টা নাগাদ মার্কেটের মোমো গলির পাশের রাস্তায় প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় পাশের আরও কয়েকটি দোকানে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলি। পাশে আরও বেশ কিছু কাপড়ের দোকান রয়েছে। রাতে ওই সময় দোকানগুলি বন্ধ ছিল বলে খবর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্ত্বে আনে।
গঙ্গারামপুরে মৃত ৩
রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দুর্ঘটনাটি ঘটে। কালীপুজোর রাতে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল তিন বন্ধুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন, অজয় মণ্ডল (২৩), সুদেব হালদার (২৪), সঞ্জয় রায় (২২)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার উত্তরপাটন, মহারাজপুর ও শান্তি কলোনি পাড়ায় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালীপুজোর রাতে তিন বন্ধু একটি বাইকে করে কালীপুজো দেখতে বেরিয়েছিলেন। পাটন এলাকা থেকে গঙ্গারামপুরে ফেরার পথে একটি গাছের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর জখম হন তিনজন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁদের মুত্যু হয়। এদিন গঙ্গারামপুর থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
কালীপুজোর রাতে আতসবাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হেরিটেজ ভবনে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিনাকুমারি চৌপথি এলাকায়। সেখানকার নৃপেন্দ্রনারায়ন রোডে ‘হেরিটেজ আর্কেড’ নামে একটি ভবন দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় রয়েছে বলে অভিযোগ। ভবনের ছাদে প্রচুর পরিমাণে গাছের শুকনো পাতা জমেছে। এদিন রাতে কোচবিহার শহরজুড়েই দেদার আতশবাজি পোড়ানো হয়। সেখান থেকেই আগুনের ফুলকি এসে পরে শুকনো পাতায়। সেখানেই আগুন লেগে যায়।