Advertisement

Mamata Banerjee: দার্জিলিংয়ের নামে খারাপ চা, মমতা বললেন, 'বরদাস্ত করব না'

পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দার্জিলিঙের সরস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এবার প্রথম পাহাড়ে হচ্ছে সরস মেলা। দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। আর এই মেলা থেকেই ফের একবার পাহাড়ে স্কিল ডেভলপমেন্টের গুরুত্বের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিং-এর চাকে বদনামের চেষ্টা ব্যর্থ করব, পাহাড় থেকে বার্তা মমতার
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 13 Nov 2024,
  • अपडेटेड 4:35 PM IST


পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ, বুধবার দার্জিলিঙের সরস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এবার প্রথম পাহাড়ে হচ্ছে সরস মেলা। দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। আর এই মেলা থেকেই ফের একবার পাহাড়ে স্কিল ডেভলপমেন্টের গুরুত্বের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার জিটিএ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্য়ে এবার সরকারি পোর্টাল চালু হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারি তরফে চারটি সেন্টারও চালু করা হবে। এদিনও সেই স্কিল ডেভলপমেন্টের কথা তুলে ধরেন মমতা। পাহাড়ের ছেলেমেয়েদের স্কিল ডেভলপমেন্টের বিষয়ে জোড় দিতে বলেন।

পাশাপাশি পাহাড়ে তাঁর সরকার যে উন্নয়ন করেছে সেই কথাও বলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন পাহাড়ের উন্নয়নে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আরও ৪০০০ কোটির কাজ চলছে। ১৩ বছরে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নের কাজে ব্যয় করেছে তাঁর সরকার। আর এই প্রসঙ্গেই বঞ্চনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।  মমতা বলেন, কেন্দ্র রাজ্যের উন্নয়নে টাকা দেয় না। ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কেন্দ্র।  ভোটের সময় টাকা বিলি করা হয়, নাম না করে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। 

তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন ও টয় ট্রেনের যে উন্নতি হয়েছে সেই কথাও মনে করিয়ে দেন। পাশাপাশি বিদেশে বিখ্যাত দার্জিলিং চায়ের বদনাম করার চেষ্টা হলে তাঁর সরকার বরদাস্ত করা হবে না হলেও হুঁশিয়ারি দেন তিনি। মমতা বলেন, দার্জিলিং-এর চা বলে বিদেশে খারাপ চা বিক্রি হচ্ছে, এই প্রচেষ্টা ব্যর্থ করবে তাঁর সরকার।

পাশাপাশি পাহাড়ে আরও বেশি হোমস্টে তৈরির কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।" মুখ্যমন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় ইতিমধ্যে ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ৫০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

 এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে এদিন বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। সেখানেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা শুধু বাড়িতে রান্না করবে না, তাঁরা হস্তশিল্পের কাজ করে নিজেদের স্বনির্ভরও করে তুলতে পারবে। সেজন্যই এই স্বনির্ভর গোষ্ঠী গঠন।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement