Balurghat College Clash: দুদিন আগের বচসার ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ। ছাত্রদের দু'পক্ষের মধ্যে হাতাহাতি সংঘর্ষের চেহারা নেয়। তারই জেরে বৃহস্পতিবার বালুরঘাট কলেজ (Balurghat college) ধুন্ধুমার সৃষ্টি হয়। ঘটনায় একাধিক পড়ুয়া জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পালটা মারে জখম হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কলেজ ইউনিটের সহ সভাপতি সহ পাচজন ইউনিট সদস্য।
কলেজের মূল গেটের পাশেই ওই কলেজ পড়ুয়ার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন টিএমসিপি’র সদস্যরা৷ শেষমেষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু৷ জানা গিয়েছে, জখমরা সবাই তৃতীয় বর্ষের পড়ুয়া।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনার সূত্রপাত চলতি মাসের ২ তারিখে। বালুরঘাট কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের পরীক্ষার সিট পড়েছে হিলি গভর্মেন্ট কলেজে। অভিযোগ, পরীক্ষা দিতে ফেরার সময় বাসের মধ্যে গোলমাল করছিলেন কিছু ছাত্র। সেই সময় কলেজের পড়ুয়া শুভ বর্মন নামে এক ছাত্র ঘটনার প্রতিবাদ করে। শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, শুভকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় ওই ছাত্ররা। তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে জানা গিয়েছে।
সেদিনের মতো ঘটনা মিটে গেলেও এদিন বালুরঘাট কলেজে প্রজেক্ট জমা দিতে আসে শুভ। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ওই সদস্যরা তাঁকে ডেকে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। পাল্টা প্রতিরোধও করে শুভ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ৫ ছাত্র নেতা সহ শুভ নিজেও আহত হয়। কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত কলেজে গোলমাল মিটেছে।