Cm Mamata Banerjee At Bagdogra Airport: মহারাষ্ট্রে ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে দাবি করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার থেকে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন তিনি।দার্জিলিংয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিতে সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ বাগডোগরায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।
মুখ্য়মন্ত্রী বলেন, "মহারাষ্ট্রে ২ মাস ধরে ১২০০ টাকা করে দিচ্ছে । তাও কদিন চলবে কেউ জানে না। বন্ধও করে দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) যে টাকা পশ্চিমবঙ্গ সরকার দেয়, তা অন্য কোনও রাজ্য দেয় না। আমরা আগে থেকেই ১২৫০ টাকা করে দিচ্ছি। ওরা মিথ্যা প্রচার করছে।"
এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানান। সেখানে তিনি বাংলার জনতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, "আপনারা সবসময়ে আমাদের সঙ্গে থেকেছেন। এই উপনির্বাচনেও তাঁদের জেতান। উন্নয়নের কাজ হবে। যাঁরা ইতিমধ্যে বিধায়ক, সাংসদ আছেন, তাঁরা তো কাজ করছেনই।" এবার নতুনদের হাত ধরে আরও ভালোভাবে কাজ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে দার্জিলিং ম্যালে চৌরাস্তায় টানা ১১ দিন চলবে সরস মেলা। এই মেলা ১৩ নভেম্বর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে ১২ নভেম্বর জিটিএ (GTA) এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে বলে খবর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি (Siliguri) ফিরে আসার কথা। শুক্রবার কলকাতায় (Kolkata) ফিরবেন তিনি।