Advertisement

Changrabandha Chaos: জমি বিবাদের জেরে গুলি, বাড়িতে আগুন; উত্তপ্ত কোচবিহারের চ্যাংরাবান্ধা

Changrabandha Chaos: ঘটনার খবর পেয়ে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান ঘটনাস্থলে যান। দমকল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবিষয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, ঘটনার তদন্ত চলছে। এলাকার পুলিশি নজরদারি চলবে।

জমি বিবাদের জেরে গুলি, বাড়িতে আগুন; উত্তপ্ত কোচবিহারের চ্যাংরাবান্ধা
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 11:40 PM IST

Changrabandha Chaos: জমি নিয়ে বিবাদের জেরে চলল গুলি। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠল। গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকা।

ঘটনার খবর পেয়ে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান ঘটনাস্থলে যান। দমকল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবিষয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, ঘটনার তদন্ত চলছে। এলাকার পুলিশি নজরদারি চলবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে  চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৫০ পানি শালা এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহিজউদ্দিন ও সালেমুদ্দিন দুই ভাইয়ের সঙ্গে সাত বিঘা জমির মালিকানা নিয়ে প্রতিবেশী অলিয়ার রহমানের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এই জমি নিয়ে মামলাও আদালতে চলছে বলে জানা গিয়েছে। তা সত্বেও গোলমাল লেগে রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অলিয়ার রহমান, মোস্তাফিজার রহমান এবং তাঁদের আত্মীয় রফিকুল ইসলাম, সালেমুদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সাহিজউদ্দিনের ছেলে হাবিবুর রহমান জানান, তাঁর কাকা সালেমুদ্দিনের বাড়িতে বোমা মারা হয়, তিন রাউন্ড গুলিও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয়। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এবিষয়ে অপর পক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement