Advertisement

হরিশ্চন্দ্রপুরে BLRO অফিসে মধুচক্রের আসরের পর্দা ফাঁস, এলাকায় উত্তেজনা

গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দফতরের কার্যালয়টি গ্রামের একপ্রান্তে হওয়ায় একটু নির্জন, লোকজনের যাতায়াত কম। এই সুযোগকে কাজে লাগিয়েই প্রতি সপ্তাহে শনি রবিবার ছুটির দিনে সন্ধ্যা বেলাতে বিএলআরও অফিসে এই আসর বসানো হচ্ছিল বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।

হরিশ্চন্দ্রপুরে BLRO অফিসে মধুচক্রের আসরের পর্দা ফাঁস, এলাকায় উত্তেজনা
Aajtak Bangla
  • হরিশ্চন্দ্রপুর (মালদা),
  • 19 Aug 2024,
  • अपडेटेड 5:01 PM IST

আরজি কর কাণ্ডে চিকিৎসক ইন্টার্ন হত্যা মামলায় তোলপাড় গোটা দেশ। সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রোষ আছড়ে পড়ছে। তার মধ্যেই সামনে এল একটি চাঞ্চল্যকর ঘটনা। বিডিও অফিস থেকে মধুচক্র চালানোর অভিযোগে ৩ জনকে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল এ রাজ্য়েরই মালদার হরিশ্চন্দ্রপুর। চক্র ফাঁস করে দেওয়ার পিছনে অবশ্য স্থানীয় গ্রামবাসীরাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে মধুচক্রের আসরের পর্দা ফাঁস করে গ্রামবাসীরা। অভিযোগ, ওই দফতরের নাইট গার্ডের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর। দফতরের ঘরেরই চলত এই কার্যকলাপ। সঙ্গে বসতো মদ্যপানের আসর। গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দফতরের কার্যালয়টি গ্রামের একপ্রান্তে হওয়ায় একটু নির্জন, লোকজনের যাতায়াত কম। এই সুযোগকে কাজে লাগিয়েই প্রতি সপ্তাহে শনি রবিবার ছুটির দিনে সন্ধ্যা বেলাতে অফিস চত্বরে এই আসর বসানো হচ্ছিল বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। 

জানা গিয়েছে ধৃতরা হলেন নাইট গার্ড বিশু মণ্ডল ও বাবুল মণ্ডল। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। সঙ্গে আরও এক যুবতীকেও আটক করা হয়েছে। রেভিনিউ অফিসার দেবরাজ মুখোপাধ্যায় অবশ্য বিষয়টি জানা ছিল না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি অবশ্য ঘটনাটি ঠিক কি ঘটেছে তা  খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

তাঁরা জানান, অফিসের বাইরের জোরালো আলোটি বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দফতরের ঘরে প্রবেশ করতেন। গতকাল রবিবারও একইভাবে আসরের প্রস্তুতি চলছিল। যথারীতি রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দফতরের সামনের লাইট বন্ধ হয়ে যায়। এরপরই গ্রামের কয়েকজন লক্ষ্য করেন বাইরে থেকে একজোড়া যুবক-যুবতী দফতরের ভিতরে প্রবেশ করে। তাদের ভিতরে ঢুকতে সাহায্য করে, কর্তব্যরত নাইট গার্ড। 

এরপরই গ্রামবাসীরা সেখানে যান। তাঁরা ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। এরপর তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপর আরও লোক জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশকর্মীরা। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইটগার্ড এবং ওই দুই যুবক-যুবতী কে উদ্ধার করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর পুলিশ।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement