North Bengal Weather update: উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে ধাক্কা খেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে বলে বলা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্য়েই। দার্জিলিং, কালিম্পং, সিকিম সহ একাধিক জায়গা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
১৫ অগাস্ট ছুটি। তার আগে আরও কয়েকদিন ছুটি রয়েছে। সোমবার একদিন ছুটি নিলেই মোট চারদিন ছুটি মিলবে। এর উপর মিলছে স্পেশাল ট্রেন। অনেকেই তাই ছুটছেন পাহাড়ের দিকে। কেউ কেউ আবার ডুয়ার্সের জঙ্গলে ছুটি কাটাতে চান। তার বন্দোবস্তও রয়েছে ভরপুর। কিন্তু বাদ সাধতে পারে অন্যখানে। কারণ আবহাওয়ার পূর্বাভাস। পূ্র্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে। তাতে ছন্দ কাটতে পারে কিছুটা। কী করবেন? বাক্স প্যাঁটরা গুছিয়ে রওনা হওয়ার আগে জেনে নিন। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। শুক্রবার-শনিবার দুদিনই মাঝারি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সমস্ত এলাকা জুড়েই। পাহাড়েও টানা বৃষ্টি চলছে। কখনও ঝমঝমিয়ে, কখনও ঝিরিঝিরি। যাঁরা পাহাড়ে রয়েছেন, তাঁরা মেঘ-কুয়াশা-রোদের খেলা দেখে মুগ্ধ। কিন্তু সমস্যা একটাই বৃষ্টি হলে প্রায় ঘোরাঘুরি বন্ধ। ফলে হোটেলবন্দি হয়ে কাটাতে হবে। হাতে সময়ও খুব বেশি নেই। মাত্র দিন চারেক। তাই বৃষ্টি হলে সমস্যা বাড়তে পারে।
কার্শিয়াং, কালিম্পং থেকে দার্জিলিং কিংবা গ্যাংটক সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ডুয়ার্সের বহু নদীর জলস্ফীতি হয়েছে। ফুঁসছে একাধিক ছোট ঝোরাও। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং নজরে রয়েছে প্রশাসনেরও। রাস্তাঘাটে চলাফেরার উপর বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ে পর্যটকদের সাবধান করা হয়েছে। অন্যদিকে নদীতে স্নান করার বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
১২ অগাস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও মালদহকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৩ অগাস্ট রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ অগাস্ট সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ১৫ ও ১৬ অগাস্ট মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই। আপাতত এই দুদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।