Advertisement

One Nation One Election Bill: লোকসভায় কাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ, BJP-র সাংসদদের উপর হুইপ

One Nation One Election Bill: সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু করার দিকে আরও এক পদক্ষেপ এগোতে চলেছে। এটি মাথায় রেখে সরকার মঙ্গলবার লোকসভাতে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল লাগু করার জন্য সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে।

লোকসভায় কাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ, BJP-র সাংসদদের উপর হুইপ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 11:57 PM IST

One Nation One Election Bill: ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল ১৭ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার লোকসভায় পেশ হতে চলেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল এই বিল লোকসভা উপস্থাপিত করবেন। সংবিধানের ১২৯তম সংশোধন ২০২৪ এর জন্য সুপারিশ করা হবে। অন্যদিকে বিজেপি নিজে সমস্ত লোকসভা সংসদে ১৭ ডিসেম্বর ২০২৪ এর সদনে উপস্থিত থাকার জন্য ৩ লাইনের হুইপ জারি করেছে। পার্টি বলেছে যে এই দিন সংসদে দুটি সদনে গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে সবাইকে উপস্থিত থাকতে হবে।

আইনমন্ত্রী বিল পেশ করবেন
সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু করার দিকে আরও এক পদক্ষেপ এগোতে চলেছে। এটি মাথায় রেখে সরকার মঙ্গলবার লোকসভাতে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল লাগু করার জন্য সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে।

প্রথমেই হবে সংবিধান সংশোধন বিল
আইন মন্ত্রী একটি সংবিধান সংশোধন বিল আনবেন, যার মধ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একসঙ্গে করার জন্য সংবিধানে সংশোধন আনতে হবে। দ্বিতীয়ত কেন্দ্রশাসিত প্রদেশের সংশোধন বিল পেশ করা হবে। দ্বিতীয় বিলে দিল্লি পন্ডিচেরি, জম্মু-কাশ্মীর এর মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্বাচন চক্র অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিল পেশ করা হবে।

আলাদাভাবে কোনও রাজ্যে নির্বাচন হতে পারবে?
এর আগে সামনে এসেছিল যে, এই বিলের বিষয়ে সংসদে যুগ্ম সমিতিতে পাঠানো হবে। এই বিলে সেকশন ২ -এর ক্লজে কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন করানোর জন্য বলা হয়েছে। যাতে বিলের মাধ্যমে দেশে একসঙ্গে নির্বাচন করানোর প্রস্তুতি নেওয়া যায়। এর মধ্যে পরিস্থিতির নিরিখে বিধানসভা নির্বাচনে লোকসভার সঙ্গে করানো যেতে পারে। সংবিধান সংশোধন বিলে বলা হয়েছে যে রাষ্ট্রপতির একটি আদেশ জারি করতে পারেন। যাতে বিধানসভা-লোকসভা নির্বাচন একসঙ্গে নাও করা যেতে পারে। পরে সেটি লোক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাতে পারেন।

Advertisement

কী আছে আইন?
আসলে সংবিধানের ২৯ তম সংশোধনে বলা হয়েছে যে ধারা ২, উপধারা ৫-এ বলা হয়েছে যে যদি নির্বাচন কমিশনের রায়ে যে কোনও বিধানসভা-নির্বাচনের লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচনের সঙ্গে করানো যেতে পারে। তাহলে রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা করার সুপারিশ করতে পারে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement