Advertisement

Balurghat-Kolkata Tevaga Express Stuck: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ৩ ঘণ্টা দাঁড়িয়ে রইল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস

Balurghat-Kolkata Tevaga Express Stuck: সোমবার সকালে বালুরঘাট (Balurghat) থেকে কলকাতাগামী (Kolkata) তেভাগা এক্সপ্রেস (Tebhaga Express) রওনা দিতেই বিপত্তি। মল্লিকপুর ও রামপুর স্টেশনের মাঝে পোলানপুরে ছিঁড়ে যায় ইলেক্ট্রিকের তার।

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ৩ ঘণ্টা দাঁড়িয়ে রইল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 3:46 PM IST

Balurghat-Kolkata Tevaga Express Stuck: তেভাগা এক্সপ্রেসে বিপত্তি। বিদ্যুতের তার ছিঁড়ে ৩ ঘণ্টা আটকে রইল ট্রেনটি। যার ফলে যাত্রীদের বিক্ষোভ শুরু হয়। ৩ ঘণ্টা পর মেরামতি করে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়। কীভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। আর এই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় পরবর্তী কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও বিলম্বিত হয়ে পড়ে।

সোমবার সকালে বালুরঘাট (Balurghat) থেকে কলকাতাগামী (Kolkata) তেভাগা এক্সপ্রেস (Tebhaga Express) রওনা দিতেই বিপত্তি। মল্লিকপুর ও রামপুর স্টেশনের মাঝে পোলানপুরে ছিঁড়ে যায় ইলেক্ট্রিকের তার। মুহূর্তের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ফলে অল্পের জন্য বড়সড়ো অঘটন থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

এদিন ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ রওনা দিয়েছিল তেভাগা এক্সপ্রেস। ৬টা ১০ মিনিটে মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনে ঢোকার আগেই পোলানপুরে এলাকায় ঘটনাটি ঘটে। পড়ে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যেতে মালদা (Malda) থেকে আসে আরও একটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। খবর পেয়ে রেলের ইলেক্ট্রিফিকেশন বিভাগ তার মেরামতির কাজ শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট জিআরপি। এদিকে দীর্ঘক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement