Advertisement

Coachbehar Tortoise Death: কোচবিহারের বাণেশ্বরের ফের একাধিক শতায়ু কচ্ছপের মৃত্যুতে প্রশ্ন

Coachbehar Tortoise Death: কোচবিহারের বাণেশ্বর মন্দিরের শিবদিঘিতে দীর্ঘদিন ধরেই বহু শতায়ু কচ্ছপের বাস। রাজার আমল থেকেই এদের বাস। এখানে কচ্ছপগুলিকে দেবতা রূপে গণ্য করা হয়। এই কচ্ছপগুলিকে আদর করে স্থানীয়রা ডাকেন মোহন নামে। বাণেশ্বর মোহন রক্ষা কমিটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিবদিঘিতে একটি মোহন মরে জলে ভেসে উঠেছিল।

কোচবিহারের বাণেশ্বরের ফের একাধিক শতায়ু কচ্ছপের মৃত্যুতে প্রশ্ন
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 12:28 AM IST

Coachbehar Tortoise Death: ফের মৃত্যু শুরু হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী শতায়ু কচ্ছপগুলির। গত ৪৮ ঘণ্টায় তিনটি কচ্ছপের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বন দফতরের কর্মীরা এসে এর একটি কচ্ছপকে জল থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। দু’দিনে একবারে এতগুলি মোহনের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ার খবরে দেবত্র ট্রাস্ট বোর্ড তথা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুটি কচ্ছপকে। এ বিষয়ে বন দফতরের এডিএফও বিজন নাথ সংবাদমাধ্যমে দাবি করেছেন, বৃহস্পতিবার নিয়ে যাওয়া দুটি মোহনের মধ্যে একটি মোহন মারা গিয়েছে। অপরটিও এখনও সুস্থ হয়নি।

কোচবিহারের বাণেশ্বর মন্দিরের শিবদিঘিতে দীর্ঘদিন ধরেই বহু শতায়ু কচ্ছপের বাস। রাজার আমল থেকেই এদের বাস। এখানে কচ্ছপগুলিকে দেবতা রূপে গণ্য করা হয়। এই কচ্ছপগুলিকে আদর করে স্থানীয়রা ডাকেন মোহন নামে। বাণেশ্বর মোহন রক্ষা কমিটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিবদিঘিতে একটি মোহন মরে জলে ভেসে উঠেছিল। দুটি মোহন অসুস্থ হয়ে পড়েছিল। সেগুলি চিকিৎসার জন্য বনকর্মীরা এসে রেঞ্জ অফিসে নিয়ে যায়। পাশাপাশি এদিন নতুন করে আরও তিনটি মোহন অসুস্থ হয়ে পড়েছে। এতে শিবদিঘিতে মোহনের অজানা রোগ নিয়ে আতঙ্ক কয়েকগুণ বাড়িয়েছে।

বাণেশ্বর মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়েছেন, শিবদিঘিতে একের পর মোহন মারা যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু তারপরেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। দেবত্র ট্রাস্ট বোর্ডের সচিব কৃষ্ণগোপাল মিনা জানান তাঁরা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

দু’বছর আগেও অজানা রোগে শিবদিঘিতে অসংখ্য মোহনের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর কারণ জানতে ভিসেরা টেস্টের জন্য পাঠানো হলেও সেই রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি বলেও অভিযোগ তুলেছে বাণেশ্বর মোহন রক্ষা কমিটি। যাতে ক্ষোভ বাড়ছে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement