Alipurduar Hotels Closed For Bangladeshis:বাংলাদেশের জন্য কী বন্ধ হল ডুয়ার্সের দরজা? আপাতত ঘটনার গতি-প্রকৃতিতে এমনটাই মনে হচ্ছে। বাংলাদেশি পর্যটকদের হোটেল, হোম স্টে কিছুই ভাড়া দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়ে দিলেন সাফ।
ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছেন যারা তাঁদের হোটেলে থাকতে দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে মালিকরা। তাঁরা জানিয়েছেন ভারত-বাংলাদেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা ছিল সেটা বজায় রাখার দায়িত্ব দুদেশেরই। তারা প্রতিবেশী দেশের মানুষকে যেমন সম্মান করেন সেই সম্মানটা তাঁরাও যেন পান। হোটেল মালিকদের কাছে দেশের সম্মান সবথেকে বেশি। যেখানে রাষ্ট্রের সম্মান সবার আগে। জাতীয় পতাকাকে বাংলাদেশিরা অপমান করেছে। সে কারণে আলিপুরদুয়ার জেলার হোটেল মালিকরা আপাতত বাংলাদেশি পর্যটকদের বয়কট করেছেন। সম্মান ফিরে পেলে তাঁরা বিবেচনা করবেন।
আলিপুরদুয়ার টাউন হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবনকুমার পুরোহিত সংবাদমাধ্যমকে জানান, সর্ব সম্মতিক্রমে বাংলাদেশের নাগরিকদের আপাতত বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রায় সব হোটেল ও হোমস্টে মালিকরা উপস্থিত ছিলেন, সবাই এই বিষয়ে একমত। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাঁরা সবাই একমত।
এদিকে প্রতিবারই এই সময় প্রচুর বাংলাদেশি পর্যটক আসেন ডুয়ার্সে। জয়ন্তী, বক্সা, জলদাপাড়া, চিলাপাতায় বেড়াতে আসেন তাঁরা। এবার আলিপুরদুয়ারের হোটেল অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবেন না। ফলে যদি ভিসা পেয়ে চলেও আসেন, তাঁদের পড়তে হবে বিপাকে।