Advertisement

Police Security Central Minister Nisith Pramaniks Home: TMC বাড়ি ঘিরবে, নিশীথের বাড়িতে আগাম নিরাপত্তায় পুলিশ

Police Security Central Minister Nisith Pramaniks Home: রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। গোলমালের আশঙ্কায় কোনও রকম ঝুঁকি নিল না কোচবিহার জেলা পুলিশ। শনিবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগাম পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করল তারা।

TMC বাড়ি ঘিরবে, নিশীথের বাড়িতে আগাম নিরাপত্তায় পুলিশ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 18 Feb 2023,
  • अपडेटेड 7:13 PM IST
  • রবিবার তৃণমূলের ঘেরাও কর্মসূচি রয়েছে
  • শনিবারই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে পুলিশ
  • গোলমাল এড়াতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে

Police Security Central Minister Nisith Pramaniks Home: রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা অনেক শীর্ষনেতা বাইরে থাকলেও দলের তরফে কর্মসূচি হবেই বলে জানানো হয়েছে। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে গোলমাল হওয়ার আশঙ্ক করছে প্রশাসন। তাই কোনও রকম ঝামেলা এড়াতে শনিবার বিকেল থেকেই নিশীথের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করেছে কোচবিহার জেলা পুলিশ। তবে এ নিয়ে আলাদা করে পুলিশের তরফ থেকে কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি।

আরও পড়ুনঃ মালদায় তিনটি ট্রাকের মুখোমুখি ধাক্কা, চালকের মৃত্যু, জখম একাধিক

রবিবার সকাল ১০টা থেকে ঘেরাও কর্মসূচি রয়েছে তৃণমূলের। এই কর্মসূচি উপলক্ষ্যে ভেটাগুড়ি চৌপথিতে মঞ্চ গড়ছে ঘাসফুল বাহিনী। সেখানেই  তৃণমূল নেতৃত্বের বক্তব্য পেশ করার কথা।পাশাপাশি সারাদিন অবস্থান-বিক্ষোভে করার জন্য দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কের একপাশে ও  ভেটাগুড়ি স্টেশন রোডে মঞ্চ করা হয়েছে। তৃণমূল সূত্রের খবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হবে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে এলাকায় ঢুকতে পারবে না তৃণমূল। কিন্তু কীভাবে? তা নিয়ে কোনও প্রত্যুত্তর মেলেনি।

এদিকে নিশীথের বাড়ি ঘেরাও নিয়ে দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। এটা রাজনৈতিক সংস্কৃতি নয় বলেও মন্তব্য করেন। শমীকের দাবি, যে ঘটনার প্রেক্ষিতে বাড়ি ঘেরাও কর্মসূচি হয়েছে, তার সঙ্গে মন্ত্রীর দূরদূরান্ত পর্যন্ত কোনও যোগ নেই। পাল্টা বিজেপি যদি রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করে চান, তাহলে উনি সামাল দিতে পারবেন তো?"

কোচবিহারের মাথাভাঙ্গার কলেজ ময়দানে গত শনিবার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ডেকে নেন সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত স্থানীয় যুবকের পরিবারকে। সেখান থেকেই ঘটনার প্রতিবাদস্বরূপ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কোচবিহারের নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়েরও কথা বলেন। এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও স্থানীয় রাজবংশি ভোট টানার জন্য এসব কৌশল বলে কটাক্ষ করেছেন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement