বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই আকাশ থেকে মাঠে নেমে এল এক হেলিকপ্টার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল স্থানীয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। খবর যায় রাজগঞ্জ থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ততক্ষণে অবশ্য হেলিকপ্টারটিকে ঘিরে ধরে অসীম আগ্রহে দেখতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে গুয়াহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল ওই হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার কারণে ওই এলাকায় জরুরি অতরণ করেন হেলিকপ্টারের পাইলট। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনিও খোঁজখবর নেন। রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে সন্ধ্যায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরি অবতরণ করেছে। শুক্রবার সকালে ফের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয় হেলিকপ্টারটি। যদিও এদিন সকালেও বেশ কয়েকজনকে হেলিকপ্টারটির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।