সোমবার সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখেন। সন্ধেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালে তিনি আহতদের দেখতে যান। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, 'আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দু-তিনটে দুর্ঘটনা দেখেছি। আমি নিজে গিয়ে মুম্বইয়ে গিয়ে অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম। এখন রেলের কী হচ্ছে জানিনা। এখন মানুষকে রেল ছেড়ে বাইক, সাইকেল নিতে হয়। মানুষ জানে না কীভাবে বাড়ি যাবে। রেলের বাজেট কমেছে। আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বন্দেভারতের নামে পাবলিসিটি হয়েছে। কিছু হয়নি, গোটাটাই রেলের অবহেলা। হাইলি টেকনিক্যাল উন্নতি হয়েছিল আমার আমলে। সব সিস্টেম রয়েছে কিন্তু দেখার কেউ নেই।'