ভারতীয় সেনার মর্টার সেল পাওয়া গেল ময়নাগুড়িতে। ২০২৩ সালের ৪ ঠা অক্টোবর সিকিমে হঠাৎ বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র ও মর্টার সেল ভেসে গেছে সেইসব মর্টার শেলের একটি এটি । ব্রহ্মপুরে তিস্তার চরে কয়েকজন যুবক গরু চড়াতে গেছিলেন, সেইসময় দেখতে পায় এই মর্টার সেলটিকে। খবর দেওয়া হয় পুলিশে। ময়নাগুড়ি থানা এবং রাজারহাট থানার ফাঁড়ি থেকে এলাকায় পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর তরফ থেকে মর্টার সেলটিকে নিষ্ক্রিয় করা হয় বলে জানা গেছে।