হড়পা বান ও ধসের জোড়া ফলায় কার্যত বিপর্যস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। দেশ ও বিদেশের প্রায় 2 হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে খবর। উদ্ধারকাজ শুরু হলেও এখনও সেভাবে গতি আসেনি। প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে উত্তর সিকিমের মাঙ্গান থেকে চুংথাং পর্যন্ত রাস্তা। এই রাস্তা ধরেই পেগং হয়ে লাচুং ও লাচেন পর্যন্ত যেতে হয় পর্যটকদের। ফলে বিপুল সংখ্যক পর্যটক আটকে পড়েছেন। আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন বাঙালিও। হোটেলে আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন 36 জন বিদেশি পর্যটকও। তাঁদের মধ্য়ে 23 জন বাংলাদেশি, 10 জন আমেরিকান ও তিনজন সিঙ্গাপুরের বাসিন্দা। হড়পা বান ও ধসের জেরে আটকে পড়েছে বহু গাড়িও।