শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন লাইনচ্যুত হল। বৃহস্পতিবার পর্যটক বোঝাই টয়ট্রেনটি কার্শিয়াং স্টেশন ছেড়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা হতেই কার্শিয়ং স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনটির প্রথম বগিটি ট্র্যাক ছেড়ে নেমে যায় বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে। এই ট্রেনটি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রতিদিন ১৫ মিনিট কার্শিয়াং স্টেশনে দাঁড়ায়। এদিনও একইভাবে স্টেশনে আসে। কিন্তু স্টেশন ছেড়ে বের হওয়ার সময়ই বিপত্তি দেখা দেয়। এই ট্রেনটিতে ৩টি বগি ছিল। শেষ বগিতে ছিল পর্যটক। ট্রেনটিকে ফের ট্র্যাকে ফিরিয়ে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে ট্র্যাকটি রাস্তায় ওঠে। রাস্তার উপর বালির কারণে এবং বৃষ্টি হওয়ায় রাস্তা ও লাইন পিচ্ছিল হয়েছিল। সে কারণেই সমস্যা তৈরি হয়।