মাউন্ট ভানোতি জয় করলেন শিলিগুড়ির দুই যুবক দীপঙ্কর দে ও রীতেশ কেডিয়া। ১৩ অক্টোবর সকাল ১১টা ১০ মিনিটে তাঁরা শৃঙ্গে আরাহণ করেন। শিলিগুড়ির ৬ জন যুবক যুবতী গত ৫ অক্টোবর ২০২৪ রওনা দিয়েছিলেন মাউন্ট ভানোতির উদ্দেশ্যে। অভিযানের নেতৃত্ব দেন দীপঙ্কর দে। বাকি সদস্যরা হলেন রীতেশ কেডিয়া, আগমনী দত্ত, আজিমুন আখতার সোনালি, শুভেন্দু ভট্টাচার্য ও সঞ্জীবন দত্ত। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার "দাউ"থেকে ট্রেক শুরু হয় ৮ই অক্টোবর। ৫ দিনের দূর্গম যাত্রা শেষ করে শেষে দুজন শৃঙ্গে পৌঁছতে পারেন। বাকিরা বেস ক্যাম্পে ছিলেন। ৫৬৪৫ মিটার উঁচ্চতার এই শৃঙ্গ দেশের অন্যতম দুর্গম শৃঙ্গ বলে তাঁরা জানিয়েছেন। দলের তরফে শুভজিৎ ভদ্র জানিয়েছেন, দলের সকলেই সুস্থ আছে এবং আগামী ২০ অক্টোবর ২০২৪ দলটি শিলিগুড়িতে পৌঁছবে।