Advertisement

পশ্চিমবঙ্গ

২৬ নভেম্বর বামেদের ধর্মঘটের জোরদার প্রচার

Aajtak Bangla
  • 20 Nov 2020,
  • Updated 4:42 PM IST
  • 1/5

ধর্মঘটের সমর্থনে বামেরা বাইক মিছিলের আয়োজন করল। শুক্রবার বর্ধমানে। সব ছবি টুইটার থেকে নেওয়া হয়েছে।

  • 2/5

এক সময় দেওয়াল লেখাটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলি। এখন কিছুটা ভাঁটা পড়েছে। ধর্মঘটের বার্তা দিতে চলছে দেওয়াল লিখন।

  • 3/5

ট্রেন বাদ যাবে কেন! তাই সেখানে সাঁটিয়ে দেওয়া হচ্ছে পোস্টার।

  • 4/5

কলকাতার রাজপথে ট্যাক্সিতে করে প্রচারের কাজ সারা হল।

  • 5/5

দেওয়াল লিখনের পাশাপাশি রাজপথে দেওয়া হয়েছে ধর্মঘটের বার্তা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement