Advertisement

পশ্চিমবঙ্গ

Ganga Vilas Fare: গঙ্গাবিলাস চড়তে খরচ ২৫ লক্ষ, বারাণসী থেকে বাংলা- ৫১দিনে ২৭ নদী পার

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2023,
  • Updated 12:03 PM IST
  • 1/10

বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের যাত্রা শুরু হল আজই। শুক্রবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামে যেমন বিলাস, দামেও তেমন! ক্রুজের প্রতিদিনের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে।
 

  • 2/10

বারাণসীর রবিদাস ঘাটে, বিলাসবহুল গঙ্গা বিলাস ক্রুজটি ৩১ জন যাত্রী নিয়ে ৫১ দিন ধরে যাত্রা করে। ৫০টি জায়গা দিয়ে যাবে ক্রুজ। পর্যটকরা কেবল গঙ্গার তীর দেখতে পাবেন এমন না, এখানকার সংস্কৃতিরও আভাস পাবেন।
 

  • 3/10

গঙ্গা বিলাস ক্রুজে জিম, স্পা সেন্টার, লেকচার হাউস, লাইব্রেরি আছে। ৪০ জন ক্রু সদস্য ক্রুজে থাকা যাত্রীদের সমস্ত সুবিধা প্রদানের জন্য থাকবেন। গঙ্গা বিলাস ক্রুজে ৩১ জন যাত্রী যে কোনও পাঁচ তারা হোটেলের চেয়ে বেশি সুবিধা পাবেন। ক্রুজটি বিশেষভাবে বারাণসী এবং গঙ্গা বেল্টের ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে সাজানো হয়েছে।
 

  • 4/10

মঙ্গলবার, ৩১ জন সুইস অতিথি কাশী থেকে গঙ্গা বিলাস ক্রুজে চড়েন। সুইস এবং জার্মান অতিথিরা দেশের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাস চড়েন। ভারতের জল পরিবহনের দীর্ঘতম এবং রোমাঞ্চকর নদী ক্রুজ যাত্রা আজই বারাণসী থেকে ছাড়ল।
 

  • 5/10

ক্রুজে যাত্রার জন্য, একদিনের ভাড়া ৫০ হাজার টাকা। অর্থাৎ, যদি কোনও ব্যক্তি ৫১ দিনের জন্য ভ্রমণ করেন তবে তাঁকে ২৫ লক্ষ টাকা দিতে হবে। 
 

  • 6/10

নিরামিষ আহার মিলবে এই বিলাসবহুল ক্রুজে। ৩২,০০০ কিলোমিটার পথ পেরোতে লাগবে ৫১ দিন। এই যাত্রা ভারত ও বাংলাদেশের ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে হবে। 

  • 7/10

ওয়ার্ল্ড হেরিটেজের ৫০টিরও বেশি জায়গায় এটি থামবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সহ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলির মধ্য দিয়েও যাবে।
 

  • 8/10

ক্রুজটি হাই-টেক নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং সম্পূর্ণ বিলাসবহুল সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। ভ্রমণ যেন বিরক্তিকর না হয়ে ওঠে, তাই ক্রুজে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম ইত্যাদির সুবিধা থাকবে। 

  • 9/10

জার্মানির পর্যটক সিলভিয়া বলেছেন, 'বারাণসী থেকে নদীতে যাত্রার মাধ্যমে অবিশ্বাস্য অভিজ্ঞতার আশা আছে। গঙ্গা নদীতে ভ্রমণ করতে আগ্রহী।'
 

  • 10/10

বারাণসী থেকে কলকাতা পর্যন্ত একমুখী যাত্রা বা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত রাউন্ড ট্রিপের সুবিধা আছে। পর্যটকরা ওয়েবসাইট থেকে এই ক্রুজটি বুক করতে পারেন তবে প্রাথমিকভাবে চাহিদা খুব বেশি। বিলাসবহুল জাহাজটি বছরে পাঁচবার ভ্রমণ করবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement