Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: এবার সোয়েটার আলমারিতে তোলার পালা, ২০ ডিগ্রি ছাড়াল শহরের সর্বনিম্ন তাপমাত্রা

Aajtak Bangla
  • 15 Feb 2021,
  • Updated 7:29 AM IST
  • 1/9

সকালটা মেঘলা, কুয়াশা ঢাকা। কিন্তু একটু বেলা বাড়লেই সূর্যদেব উঁকি দিতেই তাপ বাড়ছে। বাড়ছে অস্বস্তি। দুপুরের দিকে রীতিমত ঘাম। সবমিলিয়ে শীত বিদায়ের প্রস্তুতি চলছে বঙ্গে। 
 

  • 2/9

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছবিটা কিছুটা একই রকম। জেলায় তাপমাত্রা কম হলেও, শহর কলকাতায় আর  সোয়েটার নিয়ে পারতপক্ষে দিনের বেলায় বের হওয়া যাচ্ছে না। এমনকী দুপুরের দিকে হালকা করে ফ্যান চালালেও খারাপ লাগছে না।

  • 3/9

আবহাওয়া দফতর বলেই দিচ্ছে, কার্যত শীতের বিদায়,  এবারের মতো আর জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না কলকাতায়। তবে জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

  • 4/9

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
 

  • 5/9

সর্বনিম্ন তাপমাত্রার পারদ সোমবারও উঠল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়াল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

  • 6/9

সকালের দিকে হাল্কা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত হাওয়া অফিসের তথ্য বলছে, সরস্বতী পুজোর সময় রাজ্যে অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। ১৬ ফেব্রুয়ারি তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
 

  • 7/9

আবহাওয়া দফতরের রিপোর্টে  কালিম্পং, দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতে  কুয়াশার দাপট থাকবে।

  • 8/9

আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে চলতি মাসের শুরুতেই দাপটের সাথে ব্যাটিং করেছিল শীত। গত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। 

  • 9/9

উত্তর ভারতে জম্মু ও কাশ্মীর এবং তার নিকটবর্তী অংশে পশ্চিমি ঝঞ্ঝার আবির্ভাব হয়েছে। যার জেরে আবহাওয়ার  পরিবর্তন হচ্ছে। মনে করা, হচ্ছে দেশ রেকর্ড উষ্ণতার ফেব্রুয়ারি মাস দেখতে চলেছে। আপাতত উত্তর পশ্চিমি বায়ুচলাচল বন্ধ। এদিকে উত্তুরে বাতাসের আনাগোনা বন্ধ হওয়ায় ঠান্ডায় বিলুপ্তি দেখা গিয়েছে।

Advertisement
Advertisement