Advertisement

পশ্চিমবঙ্গ

'লক্ষ্মীর ভাণ্ডার' ক্যাম্পে ফর্ম নিচ্ছেন সাক্ষাত্‍ দেবী লক্ষ্মী! কোথায়?

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 31 Aug 2021,
  • Updated 1:52 PM IST
  • 1/7

রাজ্যজুড়ে 'দুয়ারে সরকার' প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার। আর সেই উপলক্ষ্য়ে খোলা হয়েছে ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই মিলছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ফর্ম। 

  • 2/7

আর সেই ফর্ম নিজের হাতে জমা নিচ্ছেন 'স্বর্গের দেবী লক্ষ্মী'! এই দৃশ্য চোখে পড়ল বিধাননগরের দত্তাবাদে। এবার বলি সত্যিটা। আসলে সেখানে একজন মহিলাকে লক্ষ্মী সাজিয়ে বসানো হয়েছে ক্যাম্পে। আর তিনিই জমা নিচ্ছেন ফর্ম। 

  • 3/7

দেখা যাচ্ছে, একজন মহিলা দেবী লক্ষ্মী সেজে বসে রয়েছেন সিংহাসনে। সারি সারি মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁরা এসে সেই 'লক্ষ্মী'-র হাতে ফর্ম তুলে দিচ্ছেন। এই ছবি বেশ মন কেড়েছে আগত মহিলাদের। 

  • 4/7

জানা গিয়েছে, তৃণমূলের ওয়ার্ড কো অর্ডিনেটরের পরিকল্পনা মতো লক্ষীর সাজে মহিলাকে বসানো হয়েছে। মঙ্গলবার দত্তাবাদের এই ক্যাম্পের দ্বিতীয় দিনে এই লক্ষ্মীকে দেখতেও ভিড় করেছিলেন অনেকে। 

  • 5/7

প্রসঙ্গত, গত ১৬ অগাস্ট থেকে চালু হয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। এই প্রকল্পে জেনারেল কাস্ট প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি এবং ওবিসি মাসে ১০০০ টাকা করে পাবেন। 

  • 6/7

সরকারের ঘোষণা, প্রতিটি ফর্মে থাকবে নির্দিষ্ট নম্বর। সেখানে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে। সরাসরি টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। 

  • 7/7

রাজ্য সরকারের একটি সূত্রের দাবি, 'লক্ষ্মীর ভাণ্ডার'  প্রকল্প ভালোরকম সাড়া ফেলে দিয়েছে। গত ২৮ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৯৪.৩০ লক্ষ মানুষ আগ্রহ দেখিয়েছেন। 

Advertisement
Advertisement